হায়দরাবাদ: ৯২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা করোনা জীবাণু সামলে দিতে পারে। অর্থাৎ আমাদের দেশের গ্রীষ্ম এই জীবাণু খতম করতে যথেষ্ট নয়। তাই যাঁরা ভাবছিলেন, গরম বাড়লেই করোনা পালাবে, তাঁরা ভুল ভাবছিলেন।

ফ্রান্সের এক্স-মার্সাই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, জল টগবগ করে ফোটাতে যে তাপমাত্রা লাগে, অর্থাৎ ১০০ ডিগ্রির কাছাকাছিতে এই জীবাণু বাঁচে না। যে স্বাস্থ্যকর্মীরা করোনা জীবাণু নিয়ে কাজ করেন, তাঁদের নিরাপত্তা সংক্রান্ত কাজ করছিলেন তাঁরা। তখনই পরীক্ষা করে দেখেন, ঠিক কখন এই জীবাণু নিষ্ক্রিয় হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়া তো বটেই, মেইনস্ট্রিম মিডিয়াতেও বার হয়, যে ভারতের মত দেশের গরমে করোনা টিকবে না।  কিন্তু গবেষকরা বলছেন এ দেশের ৪২-৪৫ ডিগ্রি গরম যথেষ্ট নয় করোনার সামনে।

তাঁরা বলছেন, এক ঘণ্টা ধরে ৬০ ডিগ্রি তাপমাত্রায় রেখেও দেখা যাচ্ছে, করোনা জীবাণু নিজের ক্লোন তৈরি করতে সক্ষম। একমাত্র ৯২ ডিগ্রিতে ১৫ মিনিট ধরে রাখার পর দেখা যাচ্ছে, ভাইরাস মারা  যাচ্ছে। অর্থাৎ লড়াইটা খুব সহজ না।