নয়াদিল্লি: শীর্ষ আধিকারিকদের সঙ্গে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক-ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা সহ অন্যান্য উচ্চ পদমর্যাদার আধিকারিকরা।
গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ জটিল আকার ধারন করেছে। একদিকে অতিরিক্ত বাহিনী মোতায়েন নিয়ে যেমন রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে। তেমনই, নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা রাজ্যে নতুন করে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নচিহ্ন তুলেছে।
অন্যদিকে, জঙ্গিহামলার আশঙ্কা তৈরি হওয়ায়, শুক্রবারই অমরনাথ যাত্রা বাতিল করে পুণ্যার্থী ও পর্যটকদের উপত্যকা ছাড়ার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। এমনিতেই, জম্মু ও কাশ্মীরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে।
এছাড়া, শ্রীনগর এনআইটিতে পাঠরত ভিনরাজ্যের পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে, ক্যাম্পাস ছেড়ে নিজের বাড়ি ফিরে যেতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত না ফিরতে।
অতিরিক্ত বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহার করতে পারে কেন্দ্র। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রে শাসক-বিরোধীদের মধ্যে জোর বিতর্ক চলছে।
তার মধ্যেই, অমিত শাহের এই বৈঠক নিয়ে তুমুল কৌতুহল রাজনৈতিক মহলে।
নিরাপত্তা-সংক্রান্ত শীর্ষস্তরের বৈঠকে অমিত শাহ
Web Desk, ABP Ananda
Updated at:
04 Aug 2019 05:43 PM (IST)
গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ জটিল আকার ধারন করেছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -