আমদাবাদ: পৃথিবীর সবথেকে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশের প্রেসিডেন্ট ভারতে এসেছেন, আর তার জন্যই এই এলাহি আয়োজন। মোতেরায় নবনির্মিত বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্ধোধনও করলেন তিনি। নরেন্দ্র মোদির ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের আপ্যায়নে কোনও রকম ত্রুটি রাখা হয়নি। প্রধানমন্ত্রী নিজে তাঁর আয়োজন করেছেন। আজ সকালেই প্রটোকল ভেঙে একেবারে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। তারপর একের পর এক গন্তব্যে যাওয়া আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিয়ে ফ্রেমবন্দি হচ্ছেন তিনি।



ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন মোদি। ছবি- পিআইবি

মোতেরায়ও তেমনই এক সমারহোর আয়োজন করা হয়েছিল। স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা এবং ‘বন্ধু’ মোদিকে নিয়ে লক্ষাধিক জনতার সামনে উদ্বেলিত ভাষণ দেবেন মার্কিন রাষ্ট্রপতি। সেই ভাষণ শুরুও হল। তারপর? এমন উচ্চারণ, যে শেষ পর্যন্ত কিনা হাসির খোরাক হলেন ‘পাওয়ারফুল প্রেসিডেন্ট’!


‘মহান ধর্মীয় শিক্ষক’ স্বামী বিবেকানন্দের নাম নিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, ‘সোয়ামি বিবে কা কমন নন’। এখানেই শেষ নয়। কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ট্রাম্প বললেন ‘সুচিন’। তাঁর বক্তৃতায় জায়াগা করে নিয়েছেন ‘চায়েওয়লা’ নরেন্দ্র মোদি, যা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন ‘চি ওয়ালা’। এই ঐতিহাসিক বক্তৃতায় বাদ গেল না বলিউডও। ‘শোলে’ থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ট্রাম্প একবারে হাততালি কুড়ানো বক্তৃতা দিতে গিয়ে কার্যত ল্যাজে গোবরে করে ফেললেন। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার উজ্জ্বলতম মাইলফলক ‘শোলে’-র উচ্চারণ করলেন ‘শো-জে’।








যদিও উচ্চারণ বাদ দিয়ে ট্রাম্প  যেভাবে ভূভারতকে তাঁর ভাষণে তুলে ধরেছেন তাতে অনেকেই তাঁর প্রশংসা করছেন। নিজের বক্তব্য ভারত নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমেরিকা ভারতে ভালবাসে। আমেরিকা ভারতকে শ্রদ্ধা করে। ভারতীয়দের কাছে আমেরিকা সবসময়ই একটি বিশ্বস্ত বন্ধু হয়েই থাকবে।”