নয়াদিল্লি: অনেক সময়ই আমরা লক্ষ্য করি যে, আমাদের কোনও বন্ধু বা আত্মীয়দের মধ্যে এমন অনেকেই থাকেন, যাঁদের জীবনে সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা তাঁদের গাড়ি থেকে মোবাইল নম্বর একই রাখতে চান। অন্যদিকে, আজকাল ভিআইপি নম্বরের চাহিদাও দ্রুত বাড়ছে। প্রত্যেকেই চান, তাঁদের মোবাইল নম্বর এমন হবে, যাবে সবাই সহজে মনে রাখতে পারবেন। ভিআইপি নম্বরে একই ধরনের কয়েকটি ডিজিট থাকে, যেগুলি মনে রাখা খুবই সহজ হয়। কিন্তু প্রশ্ন হল, এমন নম্বর কীভাবে পাওয়া যায়। দেখে নেওয়া যাক, ভিআইপি নম্বর নেওয়ার জন্য কীভাবে আবেদন করা যায়।
এভাবে পেতে পারেন ভিআইপি নম্বর
ভিআইপি নম্বরের জন্য আবেদনের জন্য সবার আগে গুগলে গিয়ে বিএসএনএল চয়েস নম্বর ( উদাহরণ হিসেবে) সার্চ করতে হবে।এরপর সবার ওপরে থাকা ওয়েবসাইট CYMN-এ ক্লিক করতে হবে। এটা ওপেন করলেই একটি উইন্ডো আসবে, সেখানে ভিন্ন ভিন্ন জোন অনুসারে রাজ্যগুলির নাম আসবে। যে রাজ্যের বাসিন্দা সেটি সিলেক্ট করতে হবে। স্টেটে ক্লিক করলেই এক নতুন পেজ খুলবে। এতে দেওয়া স্লাইডারে স্লাইড করে পেড আনকল করা যায়।
পেজ আনলক হওয়ার পরই কয়েকটি ফোন নম্বর সামনে আসবে। এতে দুই ধরনের নম্বর দেওয়া থাকে। একটি সিম্পল নম্বর, অন্যটি ভিআইপি নম্বর। এরপর ক্লিক করতে হবে ফ্যান্সি নম্বরে। এতে ক্লিক করতেও করলেই সামনে আসবে একটি নতুন টেবিল। এতে Cost নামে একটি অপশন দেওয়া হয়েছে।এই নম্বর কিনতে আপনাকে দাম চোকাতে হবে। প্রত্যেক নম্বরের দাম আলাদা করে লেখা রয়েছে। এতে আপনার পছন্দসই ডিজিটের নম্বর সার্চও করতে পারেন। এজন্য কন্টেন্টে গিয়ে সার্চ করতে পারেন।
এছাড়াও সার্চ বাই সিরিজ অপশনেও নম্বর সার্চ করতে পারেন। যে নম্বর কিনতে চান, তা সিলেক্ট করুন।
এরপর ওপরে গিয়ে রিজার্ভ নম্বর অপশনে ক্লিক করতে হবে। এমনটা করলে একটি ডায়লগ বক্স খুলবে। এতে আপনার সক্রিয় মোবাইল নম্বর এন্টার করতে হবে। নম্বর এন্টার করলেই আপনার ফোনে একটি পিন আসবে, যা এখানে এন্টার করতে হবে।
এমনটা করলে আপনার ভিআইপি নম্বর রিজার্ভ হয়ে যাবে। রিজার্ভ করার পর Fill Application-এ ক্লিক করতে হবে। এতে আপনাকে আপনার বিস্তারিত জানাতে হবে। এছাড়াও আপনি কোম্পানির নিকটবর্তী আউটলেটে গিয়ও ফর্ম পূরণ করতে পারেন। এরসঙ্গে কোম্পানির অফিসে গিয়ে নিজের রিজার্ভ নম্বর ও অল্টারনেটিভ নম্বর বলতে হবে। এরপর পছন্দসই নম্বর পেয়ে যাবেন।