কলকাতা : ভ্যালেন্টাইনস ডে-তেই শীতের আমেজ উধাও। উত্তুরে হাওয়ার আমেজ উধাও। বসন্তের হাওয়া ছুঁয়ে গেল শহরবাসীকে। আগামীকাল সরস্বতী পুজো। ভোরবেলা হিহি করে কাঁপতে কাঁপতে স্নান, তারপর অঞ্জলির জন্য প্রস্তুত হওয়ার অভিজ্ঞতা এ বছর আর হবে না। সবে সবে ফাল্গুনের আগমন ঘটলেও, শীত প্রায় যাই-যাই। 

কলকাতায় কার্যত শীত উধাও।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।  আগামীকাল বসন্তপঞ্চমীতে শীত পড়ার কোনও সম্ভাবনা দেখছে না আবহাওয়া দফতর। 

তবে জেলায় শীতের আমেজ রয়েছে।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুত্‍ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।  মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। 


 


পারদ বারবার যেন জানান দিচ্ছে, বসন্ত আসছে।  লেপ-কম্বল থেকে সোয়েটার বছরকার মতো ফের ন্যাপথলিনের গন্ধ মেখে ফিরছে আলমারিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির এই সময়ে যা স্বাভাবিক।  


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে। সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। সরস্বতী পুজোর ছুটিতে বহু পর্যটকই এখন উত্তরবঙ্গে। তাঁদের বৃষ্টি পেতে হতে পারে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে।  


সবমিলিয়ে আর তাপমাত্রা নামার কোনও ইঙ্গিত মেলেনি আবহাওয়া দফতরের তরফে।