হিউস্টন: আজই হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ সম্মেলনে ৫০ হাজার আমেরিকাবাসী ভারতীয়র সামনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'হাউ ডু ইউ ডু মোদি'-ই স্থানীয় ভাষায় হাউডি মোদি।
প্রধানমন্ত্রী মোদি হিউস্টনে পা রাখার সঙ্গে সঙ্গেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। দেখা করেছেন মার্কিন মুলুকের বিদ্যুৎ ও তেল সংস্থাগুলির কর্তাদের সঙ্গে । কথা বলেছেন সেখানকার কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধি দল ও শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে। সবাই এখন তাকিয়ে এনআরজি স্টেডিয়ামে ‘নমো’র বক্তৃতার জন্য।
৩ ঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠান। টেক্সাস ইন্ডিয়া ফোরামের আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতার পাশাপাশি থাকবে নানারকম সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। যার সিংহভাগ জুড়েই হবে ভারতীয় সংষ্কৃতির চর্চা।
আমেরিকায় বাস করা প্রায় এক হাজার গুজরাতি প্রধানমন্ত্রী মোদির সামনে ডান্ডিয়া নাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর। প্রাদেশিক নাচের আবহে প্রধানমন্ত্রীর সামনে ছোট্ট গুজরাতকেই হাজির করতে চান হিউস্টনের ভারতীয়রা। জানা গেছে, অনুষ্ঠানে গান গাওয়ার কথা সঙ্গীতশিল্পী ফাল্গুনী পাঠকের। অনুষ্ঠান নিয়ে আপ্লুত শিল্পী।
'উভেন: দ্য ইন্ডিয়ান-আমেরিকান স্টোরি' নামে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান দিয়ে শুরু হবে সম্মেলন। টেক্সাস ইন্ডিয়া ফোরাম সূত্রে খবর, এদিন মোদির অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত।
অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রায় ৪০০ জন। ২৭ টি দল তৈরি হচ্ছে বিভিন্ন স্বাদের পারফর্ম্যান্স তুলে ধরার জন্য। এই অনুষ্ঠানের জন্যই বিশেষভাবে লেখা হয়েছে দুটি গান। অনুষ্ঠান ঘিরে উন্মাদনা এতটাই, এনআরজি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হচ্ছে ৩ ঘণ্টা আগেই।
টেক্সাসে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে হিন্দি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় । অনুষ্ঠানের একটি পর্যায়ের নাম দেওয়া হয়েছে ‘শেয়ার্ড ড্রিম, ব্রাইট ফিউচার’। ভারত ও আমেরিকার সম্পর্কের সাফল্যের কথাই উঠে আসবে এই ভাগে।
এই অনুষ্ঠানে দর্শকদের যাতায়াতের জন্য ব্যবস্থা রাখা হয়েছে ১০০টি বিশেষ বাসের। এছাড়া প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর আগে আয়োজন করা হয় একটি গাড়ি-র্যালির।
অনুষ্ঠানের পর একটি কমিউনিটি রিসেপশনে আমন্ত্রণ রক্ষা করবেন নরেন্দ্র মোদি। তারপর তিনি নিউইয়র্ক পাড়ি দেবেন।
সূত্রের খবর, হিউস্টনে একটি হোটেলে আজ প্রধানমন্ত্রীর জন্য রান্না হয়েছে খাঁটি ভারতীয় পদ। দায়িত্বে শেফ কিরণ ভার্মা। এই থালির নাম রাখা হয়েছে নমো থালি।
দু-ধরনের থালির ব্যবস্থা রাখা হচ্ছে। নমো খালি মিঠাই ও নমো থালি শেরি। দেশি ঘি দিয়ে রান্না হচ্ছে পদগুলি। খিচুরি, কচুরি, মেথি থেপলার মতো গুজরাতি খাবার পরিবেশন করা হবে।
গরবা, ডান্ডিয়া থেকে খাঁটি গুজরাতি থালি; এলাহি আয়োজন 'হাউডি মোদি'র জন্য
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2019 01:30 PM (IST)
আমেরিকায় বাস করা প্রায় এক হাজার গুজরাতি প্রধানমন্ত্রী মোদির সামনে ডান্ডিয়া নাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর। প্রাদেশিক নাচের আবহে প্রধানমন্ত্রীর সামনে ছোট্ট গুজরাতকেই হাজির করতে চান হিউস্টনের ভারতীয়রা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -