কলকাতা: ফের আদালতে ধাক্কা রাজীব কুমারের। তাঁর আগাম জামিনের আর্জি খারিজ আলিপুর আদালতে।

কিছুক্ষণ আগে  আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি মামলার শুনানি শেষ হয়। শুনানিতে সিবিআই ও রাজীব কুমারের আইনজীবীর জোরাল টক্কর হয়। সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ‘রাজীব কুমার পলাতক, আইনের রক্ষকই আইনভঙ্গকারী।তদন্তে সহযোগিতা করছেন না রাজীব কুমার।দেশের আইনের অমর্যাদা করছেন রাজীব কুমার।গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের সময় হাজিরা।রক্ষাকবচ সরে যাওয়ার পর থেকেই গরহাজির’।আলিপুর আদালতে ফের দাউদের প্রসঙ্গ টানল সিবিআই।বলা হয়, ‘সিবিআই অফিসারদের বন্দি করে রাখা হয়েছিল।সিবিআইয়ের যুগ্ম অধিকর্তার পরিবারকে হেনস্থা করা হয়েছিল।রাজ্য পুলিশ দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল।
রাজীবের আগাম জামিনের বিরোধিতায় এভাবেই সওয়াল সিবিআইয়ের।
আগাম জামিন চেয়ে পাল্টা সওয়াল রাজীবের আইনজীবীর। তিনি প্রশ্ন তোলেন, ‘সত্যিই কি সারদা তদন্ত করার ইচ্ছে আছে সিবিআইয়ের?নাকি সবটাই রাজনৈতিক, ভোটের আগে কুমিরছানা দেখানোর চেষ্টা?'
তিনি আরও বলেন, ‘২০১৯-এ বাজেয়াপ্ত করা হয় সুদীপ্ত সেনের ৩টি মোবাইল।এতদিন কী তদন্ত করছে সিবিআই?’


শুনানির শেষে রাজীবের আর্জি খারিজ করে দেয় আদালত।