অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অসমে লাইনচ্যুত হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস।  কামাখ্যা-বঙ্গাইগাঁওয়ের মাঝে লাইনচ্যুত সরাইঘাট এক্সপ্রেস।  গুয়াহাটি স্টেশন ছাড়ার পরে এই ট্রেন ছায়াগাঁও স্টেশনে ঢোকার মুখে  বেলাইন হয়ে যায় বলে খবর। বেলাইন হয়ে পড়ে সরাইঘাট এক্সপ্রেসের ৪ টি কামরা। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। সামান্য কয়েকজনের চোট লেগেছে বলে জানা গেছে। 


দুপুর ১.৩৬ টায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।  রেল সূত্রে জানা গেছে, ট্রেনটির ৬,৭,৮ ও ৯ নম্বর  বগি ইঞ্জিন থেকে লাইনচ্যূত  হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 


রেল সূত্রে খবর, বিভিন্ন রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে যেহেতু এটি সিঙ্গল লাইন। তাই এই লাইনে আপাতত কোনও ট্রেন চালানো যাচ্ছে না।  ট্রেনগুলি ঘুরপথে চালানো হবে বলে জানা গেছে। 


হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর নর্থ ফ্রন্টিয়ার রেলের পক্ষ থেকে চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যে সব স্টেশন সরাইঘাট এক্সপ্রেসের থামার কথা, সেইসব স্টেশনগুলিতে মে আই হেল্প ইউ বুথ চালু করা হয়েছে। এগুলির মাধ্যমে যাত্রীদের পরিজনরা খোঁজখবর নিতে পারবেন। 



এদিকে, পুরোদস্তুর টয় ট্রেন পরিষেবা শুরু হল আজ থেকে। করোনা পরিস্থিতিতে প্রায় দেড় বছর থমকে থাকার পর, সমতল থেকে চড়াই ভেঙে আবার কুইন অফ হিলসের পথে ছুটল সে। পর্যটক থেকে এলাকার মানুষ, স্থানীয় ব্যবসায়ী - খুশি সবাই।


সবুজ পতাকার সঙ্কেত মিলতেই ১৪৪ বছরের পুরনো ভিন্টেজ ন্যারোগেজের ওপর দিয়ে গড়াল লোহার চাকা। বেজে উঠল সেই চির নস্ট্যালজিক হুইসল্। এভাবেই করোনার দুটো ঢেউয়ের ধাক্কা সামলে পুরনো ছন্দে পুরো পথে ফিরল সবার প্রিয় টয় ট্রেন। এর আগে পুরো রুটে শেষ টয়ট্রেন চলেছিল গত বছর ২১ মার্চ। এক বছর পাঁচ মাস তিন দিন বন্ধ থাকার পর আবার লম্বা দৌড়। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং, আপ ও ডাউনে প্রায় ৮৮ কিলোমিটার পথ পাড়ি দিল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টয়ট্রেন।