রায়গড় : জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। রায়গড় ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে গ্রেফতার মঙ্গলবার বিকেলে গ্রেফতার হয়েছিলেন তিনি। গত ২০ বছরে এই প্রথমবার দেশের কোনও মন্ত্রী গ্রেফতার হলেন। যা নিয়ে সারাদিন মুম্বই থেকে দেশের রাজনৈতিক মহল সরগরম থেকেছে। বাণিজ্যনগরীতে দফায় দফায় উত্তেজনাও ছড়ায় এদিন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেন, একদা শিবসেনার দাপুটে নেতা, তারপর কংগ্রেস হয়ে, বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া নারায়ণ রাণে। যাঁকে সম্প্রতি মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন নরেন্দ্র মোদি। বাল ঠাকরের ছেলে উদ্ধব সম্পর্কে, একদা শিব সৈনিক রাণের এই মন্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন শিবসেনা সমর্থকরা। পাঁচ দশক আগে চেম্বুরে একটি মুরগির দোকান ছিল রানের। সে কথা উল্লেখ করে তাঁকে ‘মুরগি চোর’ বলে কটাক্ষ করেছে শিবসেনা।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিতর্কিত মন্তব্যের জেরে সোমবার রাতেই রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের বিরুদ্ধে নাসিকে FIR দায়ের হয়। অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে রত্নাগিরি আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই টানটান উত্তেজনার পর কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রাণেকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। রাতে অবশ্য রায়গড় ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন পেলেন তিনি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের এই মন্তব্যকে ঘিরেই দিনভর রণক্ষেত্রের চেহারা নেয় মুম্বই। বিজেপির পার্টি অফিসে শিবসেনার কর্মীদের হামলা। পাল্টা, ইটবৃষ্টি বিজেপি কর্মীদের। দফায় দফায় শিবসেনা ও বিজেপি সমর্থকদের মধ্যে বিবাদ। আর তারপর শেষমেশ গত ২০ বছরে এই প্রথমবার কোনও কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার। যা নিয়ে মহারাষ্ট্র সরকারকে তীব্র আক্রমণ শানায় বিজেপি। পাল্টা দিতে ছাড়েনি শিবসেনা নেতৃত্বও। রানে মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে দাবি করেছেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।
আরও পড়ুন-উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে