নয়াদিল্লি: হায়দরাবাদ গণধর্ষণ-খুনের ঘটনায় সোমবার সংসদে ক্ষোভ উগরে দেন সমাজবাদী পার্টির সংসদ অভিনেত্রী জয়া বচ্চন। গণপিটুনিই এই ধরনের ঘৃণ্য অপরাধের উপযুক্ত শাস্তি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মন্তব্যের সমর্থনে বহু মানুষই ট্যুইট করেন। তবে সকলেই যে তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, এমনটা নয়। আইনকে জনগণের হাতে তুলে দেওয়ার এই নিদানের বিপক্ষেও কথা বলেছেন অনেকে। জয়ার এই মন্তব্য ঘিরে কার্যত ঝড় উঠেছে ট্যুইটারে। এদিন #JayaBachchan ট্যুইটারে পপুলার ট্রেন্ড হয়ে ওঠে। সোমবার প্রায় ১১৪৩টি ট্যুইট হয় এই হ্যাশট্যাগে।
এই ধরনের ঘটনায় ধর্ষনকারীদের সামনে আনা উচিত ও জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত, বলে মনে করেন জয়া। তিনি আরও বলেনম মানুষ এই ব্যাপারে সককারের থেকে সঠিক ও নির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করছে। তাঁর এই কঠোর বক্তব্যের সমর্থনে যেমন ট্যুইট করেছেন অনেকে, তেমন বিরুদ্ধ মতও পোষণ করেছেন অনেকে।