ভিন জাতে বিয়ে করায় মেয়ে ও জামাইকে প্রকাশ্য রাস্তায় কোপালেন বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2018 03:16 PM (IST)
হায়দরাবাদ (তেলঙ্গানা): মেয়ে বাবার অমতে বিয়ে করেছেন ভিন জাতে। এই রাগে প্রকাশ্য রাস্তায় পিছন থেকে এসে মেয়ে-জামাইকে অতর্কিতে হানা বাবার। প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টা আগেই তেলঙ্গানার নালগোন্ডা জেলায় তফসিলি জাতির ব্যক্তি খ্রিষ্টান ধর্ম গ্রহণ করায় তাঁকে কুপিয়ে খুন করা হয়। এবার প্রকাশ্যে রাস্তায় নব দম্পতিকে কাস্তে দিয়ে আক্রমণ করেন মেয়ের বাবা। রক্তাক্ত অবস্থায় দুজনকেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালায় মূল অভিযুক্ত। ঘটনাস্থলের কাছে থাকা সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার হওয়া ছবিতে পুরো ঘটনাটি দেখা গিয়েছে। নবদম্পতিকে একটি বাইকের ওপর বসে থাকতে দেখা যায়। এমনকি আক্রান্ত দম্পতিকে সাহায্য করতে যাঁরা এগিয়ে আসেন, তাঁদের দিকেও কাস্তে নিয়ে তেড়ে আসেন দম্পতি। এই ঘটনায় মেয়েটি তাঁর একটি হাত হারিয়ে ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগেই তাঁদের বিয়ে হয়। মেয়েটির বাবা নবদম্পতিকে নতুন জামা-কাপড় কিনে দেওয়ার অছিলায় এরাগাড্ডা এলাকায় ডেকে পাঠান।তারপরই ঘটে এই হামলা। পিটিআই সূত্রে খবর, এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই সাতজনই মেয়েটির সঙ্গে ভিনজাতের ছেলের বিয়ের বিরোধিতা করেছিলেন।