ছত্তিশগঢ়ে রমন সিংহের বিরুদ্ধে বাজপেয়ীর ভাইঝিকে প্রার্থী করল কংগ্রেস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2018 02:33 PM (IST)
রায়পুর/নয়াদিল্লি: ছত্তিশগঢ়ে রাজনন্দগাঁও আসনে মুখ্যমন্ত্রী রমন সিংহর বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লাকে প্রার্থী করল কংগ্রেস। রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোটে দলের দ্বিতীয় প্রার্থী তালিকা গতকাল প্রকাশ করেছে কংগ্রেস। দ্বিতীয় তালিকায় বাকি ছয়টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর আগে প্রমথ দফার ভোটে ১২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল কংগ্রেস। প্রথম দফার ভোট হবে ১২ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। জনজির লোকসভা আসনের প্রাক্তন সাংসদ শুক্লা ২০১৩-র বিধানসভা ভোটের আগে বিজেপি ছাড়েন। দলের নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে কোণঠাসা করার অভিযোগ এনে দল ছেড়েছিলেন তিনি। পরের বছর তিনি কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস নেতা শৈলেশ নিতিন ত্রিবেদী বলেছেন, দলে যোগ দানের পর রাজনন্দগাঁও আসনে সক্রিয় ছিলেন শুক্লা। শুক্লা শুধু রমন সিংহকে কড়া টক্করও দিতে সক্ষম নন, তাঁকে হারিয়েও দেবেন।