নয়াদিল্লি: অযোধ্যায় রাম মন্দির তৈরির দাবিতে তিনিই দেশজুড়ে রথযাত্রা করেছিলেন। রাম জন্মভূমি আন্দোলনে তাঁর অন্যতম ভূমিকা ছিল। স্বভাবতই অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে খুশি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার অবস্থানই স্বীকৃতি পেল। সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির তৈরির পক্ষে সর্বসম্মতভাবে রায় দেওয়ায় নিজেকে ধন্য মনে করছি।’


আডবাণী আরও বলেছেন, ‘আমি বরাবরই বলে এসেছি, ভারতের সংস্কৃতি ও সভ্যতায় রাম ও রামায়ণের বিশেষ জায়গা আছে। ভারত ও বিদেশে থাকা আমাদের দেশের মানুষের কাছে রাম জন্মভূমি পবিত্র জায়গা। তাঁদের বিশ্বাস ও আবেগের প্রতি শ্রদ্ধা জানানো হল। অযোধ্যায় দীর্ঘদিন ধরে চলা মন্দির-মসজিদ বিবাদ সমাপ্ত হল। এবার তর্ক ও বিদ্বেষ দূরে সরিয়ে রেখে সাম্প্রদায়িক ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার সময় এসেছে। ভারতের জাতীয় ঐক্য ও অখণ্ডতার স্বার্থে সমাজের সব অংশের মানুষকে কাজ করার আহ্বান জানাচ্ছি।’