মহারাষ্ট্রে ফড়ণবীশকে সরকার গড়ার আমন্ত্রণ রাজ্যপালের, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সোমবার
Web Desk, ABP Ananda | 09 Nov 2019 09:43 PM (IST)
শনিবারই ছিল মহারাষ্ট্র বিধানসভার শেষ দিন। মধ্যরাতে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে।
মুম্বই: দেবেন্দ্র ফড়ণবীশকে সরকার গড়ার আমন্ত্রণ জানালেন মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারি। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি-র নির্বাচিত প্রতিনিধিদের নেতা দেবেন্দ্র ফড়ণবীশকে মহারাষ্ট্রে সরকার গড়তে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল।’ শনিবারই ছিল মহারাষ্ট্র বিধানসভার শেষ দিন। মধ্যরাতে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেলেও, ক্ষমতার ভাগ নিয়ে বিজেপি-শিবসেনার টানাপোড়েনের জেরে সরকার গঠন নিয়ে জটিলতার অবসান হয়নি। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ১০৫টি আসন পেয়েছে বিজেপি। কিন্তু সেটা সরকার গড়ার জন্য যথেষ্ট নয়। শিবসেনার দাবি, তাদের মুখ্যমন্ত্রী পদ দিতে হবে। এই দাবিতে অনড় উদ্ধব ঠাকরের দল। পাল্টা বিজেপি শিবিরেরও দাবি, ফড়ণবীশই মুখ্যমন্ত্রী হবেন। এই বিষয়টি নিয়ে দু’পক্ষের টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ফড়ণবীশকে। ফলে তাঁর হাতে আর মাত্র একদিন। শিবসেনা যদি শেষপর্যন্ত বিজেপি-কে সমর্থন না করে, তাহলে মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট আরও জটিল হবে। রাজনৈতিক মহলের মতে, মহারাষ্ট্রে বেশ কয়েকটি সম্ভাবনা দেখা যাচ্ছে। ২০১৪ সালের মতো এবারও এনসিপি-র সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন করতে পারে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস, এনসিপি-র মতো দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে শিবসেনা। আবার কোনওপক্ষই যদি সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় বিধায়কের সমর্থন জোগাড় করতে না পারে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। ফের বিধানসভা নির্বাচনও হতে পারে মহারাষ্ট্রে।