শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন পুলিশের জওয়ান পারভেজ আহমেদ। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার। রাজৌরির বাসিন্দা ওই জওয়ানের পরিবারের সদস্যরা বলছেন, বাড়ির একমাত্র রোজগেরে সদস্য ছিলেন পারভেজই। তাঁরা চাইছেন, এখন সরকার ক্ষতিপূরণ ও পারভেজের ভাইকে চাকরি দিক। অন্যদিকে, তাঁর ছেলে বড় হয়ে সেনা বাহিনীকে যোগ দিয়ে বাবার মৃত্যুর বদলা নিতে চায়। পারভেজের ছেলে নিজেই এ কথা বলেছে।



গতকাল রাজ্য পুলিশের পক্ষ থেকে নিহত জওয়ানকে অন্তিম শ্রদ্ধা জানানো হয়েছে।
গতকাল বাটামালুতে গুলির লড়াইয়ে পারভেজের মৃত্যু হয়। আরও চার জওয়ান আহত হয়েছিলেন।ওই ঘটনায় দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিশের ডিজি এসপি বৈদ্য ট্যুইট করে বলেছেন, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোয়েন্দা সূত্রে পাওয়ার পর শ্রীনগরের বাটামালুতে অভিযান শুরু করা হয়। ওই সময়ই জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। এতে এসওজি-র এক কর্মী নিহত হন।