মুম্বই: শিবসেনার ৫০-৫০ ফর্মূলা বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে মহারাষ্ট্রে সরকার গঠনের ব্যাপারে অনিশ্চয়তা, জটিলতার মধ্যেই মুখ খুললেন দেবেন্দ্র ফঢ়নবিশ। এমন কোনও ফর্মূলাই এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। বিজেপি কখনই এহেন সূত্রে সম্মতি দেয়নি বলেও তাঁর দাবি। মুখ্যমন্ত্রী ফঢ়নবিশের আরও দাবি, খোদ বিজেপি সভাপতি অমিত শাহই তাঁকে বলেছেন যে, শরিক শিবসেনার সঙ্গে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনও বোঝাপড়াই হয়নি।
ফঢ়নবিশের পাশাপাশি চাপ বাড়িয়ে বিজেপি সাংসদ সঞ্জয় কাকাড়ে দাবি করেছেন, শিবসেনার নবনির্বাচিত প্রায় ৪৫ জন বিধায়ক বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়তে আগ্রহী। এবারের ভোটে বিজেপি ও শিবসেনা যথাক্রমে ১০৫ ও ৫৬টি আসন পেয়েছে। সরকার গঠন নিয়ে দুই শরিকের সংঘাতের মধ্যেই স্থানীয় একটি টিভি চ্যানেলকে কাকাড়ে বলেছেন, ৫৬ জনের মধ্যে ৪৫ জনই বিজেপির সঙ্গে সরকার গড়তে উত্সুক। তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, সরকারে তাঁদের সামিল করাতে বলছেন। কাকাড়ের দাবি, শিবসেনা বিধায়করা এমনকী এও বলছেন, আমরা বিজেপি সরকারে থাকতে চাই, এজন্য যা করতে হয়, করুন। যদিও পরে কাকাড়ের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদসংস্থাকে তিনি বলেন, ৪৫ বিধায়কেরই মত, বিজেপি, শিবসেনারই সরকার গঠনে হাত মেলানো উচিত। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন, জোট সরকার চান। আমার মতে, ওদেরই কিছু লোক উদ্ধব ঠাকরকে বুঝিয়ে দেবেন্দ্র ফঢ়নবিশকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে সরকার গঠনে রাজি করাবেন। কেননা এছাড়া কোনও রাস্তা আছে বলে মনে করি না।
মহারাষ্ট্রে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও দুই শরিকের মধ্যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দাবি, পাল্টা দাবির জেরে সরকার গঠনের ব্যাপারে কোনও অগ্রগতিই হয়নি এখনও। শিবসেনার বক্তব্য, লোকসভা ভোটের আগে হওয়া বোঝাপড়া অনুসারে ৫০-৫০ সূত্র মেনে ক্ষমতা ভাগাভাগি করতে হবে, আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ পাবে দুই শরিক। মুখ্যমন্ত্রী পদে দলের যুবনেতা আদিত্য ঠাকরেকে বসানোর দাবি তাদের। বিজেপি তা মানতে নারাজ। তারা আদিত্যকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে।
এই টানাপড়েনের মধ্যেই ফঢ়নবিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, আরও ৫ বছরের জন্য আমিই মুখ্যমন্ত্রী হব। শিবসেনার দাবি উড়িয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, চলতি বছরে এর আগে দুপক্ষের আলোচনায় ওরা ওই ফর্মূলার প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিজেপি তা মানেনি।
শিবসেনার মুখ্যমন্ত্রী পদ চেয়ে ক্রমাগত সুর চড়ানোর মধ্যেই আজ বিজেপির অবস্থান স্পষ্ট করলেন ফঢ়নবিশ। তাঁর মুখ খোলার কয়েক ঘন্টা আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত বড় শরিককে হুঁশিয়ারি দিয়েছিলেন, তারা ‘অন্য রাস্তা’ খতিয়ে দেখতে পারে দরকারে। পাল্টা বিজেপির তরফে দলের মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রধান সরোজ পান্ডে বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই কেউ হবেন।
৩০ অক্টোবর বিজেপি মহারাষ্ট্রের নবনির্বাচিত দলীয় এমএলএ-দের বৈঠক ডেকেছে। সেখানে ফঢ়নবিশকে আনুষ্ঠানিক ভাবে পরিষদীয় দলনেতা বাছাই করা হতে পারে বলে সূত্রের খবর।
‘এমন কোনও রফাই হয়নি, আরও ৫ বছর আমিই মুখ্যমন্ত্রী’, ৫০-৫০ ফর্মূলার দাবি খারিজ ফঢ়নবিশের, ৪৫ শিবসেনা বিধায়ক যোগাযোগ রাখছেন, দাবি বিজেপি এমপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
29 Oct 2019 02:05 PM (IST)
শিবসেনার বক্তব্য, লোকসভা ভোটের আগে হওয়া বোঝাপড়া অনুসারে ৫০-৫০ সূত্র মেনে ক্ষমতা ভাগাভাগি করতে হবে, আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ পাবে দুই শরিক। মুখ্যমন্ত্রী পদে দলের যুবনেতা আদিত্য ঠাকরেকে বসানোর দাবি তাদের। বিজেপি তা মানতে নারাজ। তারা আদিত্যকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -