নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি শরদ অরবিন্দ ববদে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ববদের নামে সম্মতি জানিয়েছেন। ১৮ নভেম্বর শপথগ্রহণ করবেন নয়া প্রধান বিচারপতি। তিনি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। ১৭ নভেম্বর অবসর গ্রহণ করছেন প্রধান বিচারপতি গগৈ। পরের দিন দায়িত্ব নিচ্ছেন ববদে। তিনি সুপ্রিম কোর্টের ৪৭-তম প্রধান বিচারপতি হচ্ছেন। তিনি ২০২১ সালের ২৩ এপ্রিল পর্যন্ত এই পদে থাকবেন।
সূত্রের খবর, পরবর্তী প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও থাকতে পারেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি এবং বিভিন্ন হাইকোর্টের বিচারপতিরা। তবে নিরাপত্তার কারণে এই অনুষ্ঠানে আমন্ত্রিতর সংখ্যা বেশি রাখা হবে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাষ্ট্রপতির সম্মতি, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি শরদ অরবিন্দ ববদে, দায়িত্ব নেবেন ১৮ নভেম্বর
Web Desk, ABP Ananda
Updated at:
29 Oct 2019 12:18 PM (IST)
১৭ নভেম্বর অবসর গ্রহণ করছেন প্রধান বিচারপতি গগৈ। পরের দিন দায়িত্ব নিচ্ছেন ববদে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -