নয়াদিল্লি: কর্ণ জোহরের প্রযোজনায় তৈরি ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ নিয়ে এবার আপত্তি জানাল ভারতীয় বায়ুসেনা। সেন্সর বোর্ডে পাঠানো এক চিঠিতে এই ছবি নিয়ে আপত্তি জানিয়ে বলা হয়েছে, বায়ুসেনাকে অতিমাত্রায় নেতিবাচকভাবে দেখানো হয়েছে।
বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ছবিটি। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে যোগ দেওয়া প্রথম মহিলা পাইলট গুঞ্জন সাক্সেনার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। তবে এই ছবির কয়েকটি অংশ নিয়ে আপত্তি জানিয়ে সেন্সর বোর্ডে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বায়ুসেনার এক আধিকারিক।
এর আগে গত মাসে সেন্সর বোর্ডে চিঠি লিখে কয়েকটি ওয়েব সিরিজে সশস্ত্রবাহিনীকে যেভাবে দেখানো হচ্ছে, সেটা নিয়ে তীব্র আপত্তির কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সেই চিঠিতে বলা হয়, সেনাবাহিনী অবলম্বনে যে কোনও ছবি, তথ্যচিত্র বা ওয়েব সিরিজ দেখানোর আগে প্রতিরক্ষা মন্ত্রক থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নেওয়ার পরামর্শ দেওয়া হোক প্রোডাকশন হাউসগুলিকে। সেনার পোশাকে অভিনেতাদের আচরণ নিয়ে বিভিন্ন মহল থেকে আসা আপত্তির পরিপ্রেক্ষিতেই এই চিঠি দেয় প্রতিরক্ষা মন্ত্রক। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রককেও বিষয়টি জানানো হয়েছে বলে সূত্রের খবর।
অভিযোগ, নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখানো হয়েছে, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ নিয়ে আপত্তি বায়ুসেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2020 08:42 PM (IST)
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে যোগ দেওয়া প্রথম মহিলা পাইলট গুঞ্জন সাক্সেনার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -