দেশে করোনা আক্রান্তের সুস্থতার হার ছাড়িয়ে গেল ৭০ শতাংশ, কমছে মৃত্যুও, জানাল স্বাস্থ্যমন্ত্রক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2020 06:26 PM (IST)
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তদের সুস্থতার হার বেড়ে ৭০ শতাংশ ছাড়িয়ে গেল। সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৬,৩৯,৫৯৯ জন। এখন চিকিৎসা চলছে মোট আক্রান্তের ২৭.৬৪ শতাংশ ব্যক্তির। মৃত্যুর হার কমে হয়েছে ১.৯৮ শতাংশ। ভারতে একদিনে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা সর্বোচ্চ ৫৬,১১০। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ‘কনটেইনমেন্ট বিষয়ক পরিকল্পনা কার্যকর করতে পারা, করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার জন্যই এটা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকার একযোগে কাজ করছে। এর ফলে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার গড় বাড়ছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে রোজ করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার গড় ছিল ১৫,০০০। অগাস্টের প্রথম সপ্তাহে সেটা বেড়ে হয়েছে ৫০ হাজারেরও বেশি। অনেক বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন এবং তাঁদের হাসপাতাল ও হোম আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সুস্থতার হার ৭০.৩৮ শতাংশে পৌঁছে গিয়েছে। এখন দেশে অ্যাকটিভ কেস ৬,৪৩,৯৪৮।’ করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করার উপর জোর দিয়েছেন। সংক্রমণ রোখার জন্য পরীক্ষার সংখ্যা বাড়ানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এদিকে, আজ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০,৯৬৩ জন। মৃত্যু হয়েছে ৮৩৪ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬,০৯১।