নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে এইমসে ভর্তি হলেন আইসিএমআর প্রধান ড. বলরাম ভার্গব। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আজ তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবার করোনা আক্রান্ত হলেন স্বয়ং আইসিএমআর প্রধান।

এদিকে, দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬৫ জনের। তৃতীয় স্থানে আছে দিল্লি। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৭৮৯ জনের। ভারতে মোট আক্রান্ত ৯৯ লক্ষ ৭৯ হাজার ৪৪৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫৫।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজার ৮৮৯। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১০। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৫ লক্ষ ২০ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩১ হাজার ৮৭। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৩৩ হাজার ২৯১ জন। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৫.৪০ শতাংশ।

৭ অগাস্ট ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পেরিয়ে যায়। এরপর ২৩ অগাস্ট ৩০ লক্ষ এবং ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ পেরিয়ে যায় দেশে সংক্রমিতের সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর সেই সংখ্যাটা বেড়ে হয় ৬০ লক্ষ। ১১ অক্টোবর ৭০ লক্ষ, ২৯ অক্টোবর ৮০ লক্ষ এবং ২০ নভেম্বর ৯০ লক্ষ ছাড়িয়ে যায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা।

আইসিএমআর সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৫,৮৯,১৮,৬৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকালই ১১,১৩,৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ৭০ শতাংশেরই কোমর্বিডিটি ছিল। আইসিএমআর-এর দেওয়া তথ্যের সঙ্গে মন্ত্রকের তথ্য মিলছে। বিভিন্ন রাজ্য থেকে করোনা আক্রান্তের মোট সংখ্যার বিষয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলি খতিয়ে দেখতে হবে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।