৭ মে আইসিএসই, আইএসসি-র ফলপ্রকাশ
Web Desk, ABP Ananda | 30 Apr 2019 06:57 PM (IST)
৭ মে বিকেল তিনটেয় ফল প্রকাশ করা হবে।
নয়াদিল্লি: আগামী ৭ মে প্রকাশিত হবে আইসিএসই-র দশম শ্রেণির এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। আজ এই ঘোষণা করা হয়েছে। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের (সিআইএসইস) চিফ এগজিকিউটিভ ও সচিব গেরি আরাথুন জানিয়েছেন, ‘৭ মে বিকেল তিনটেয় ফল প্রকাশ করা হবে। কেরিয়ারস পোর্টাল, কাউন্সিলের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এমএমএসে ফল জানার জন্য সাত অক্ষরের ইউনিক আইডি কোড পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৩ নম্বরে।’