পাক প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান জানিয়েছেন, ‘মন্ত্রিসভার বৈঠকে বলেছেন ইমরান খান, তিনি কাশ্মীরের মানুষের কন্ঠস্বর হিসেবে সারা বিশ্বে কাশ্মীরের বিষয়ে সরব হবেন। সারা দেশ কাশ্মীরের মানুষের অধিকারের দাবিতে রাস্তায় নামছে। এটা সারা বিশ্বকে বার্তা, কাশ্মীরের জন্য আরও উদ্যোগী হতে হবে।’ ভারতের সঙ্গে আকাশসীমা পুরোপুরি বন্ধ করার কথা ভাবছেন ইমরান খান, জানালেন পাক মন্ত্রী
Web Desk, ABP Ananda | 27 Aug 2019 11:03 PM (IST)
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে হুঁশিয়ারিও দিয়েছেন।
নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। এছাড়া পাকিস্তানের সড়কপথ ব্যবহার করে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যের উপরেও নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছেন পাক প্রধানমন্ত্রী। এমনই জানালেন পাকিস্তানের মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে হুঁশিয়ারিও দিয়েছেন।