নয়াদিল্লি: ভারতে জনসংখ্যা বৃদ্ধির জন্য ধর্মীয় কারণকেই দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তাঁর মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের মধ্যে মতানৈক্যের কারণে দেশ ফের ১৯৪৭ সালের মতো সাংস্কৃতি বিভাজনের দিকে এগিয়ে চলেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সব রাজনৈতিক দলকে একত্রিত হতে হবে।

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিনটিতে ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা উল্লেখ করে গিরিরাজের ট্যুইট, ‘ভারতে জনসংখ্যার বিস্ফোরণ আর্থিক ব্যবস্থা সামাজিক সাদৃশ্য ও সম্পদের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধর্মীয় মতপার্থক্যও একটি কারণ। এর ফলে দেশ ফের ১৯৪৭ সালের মতো ধর্মীয় বিভাজনের দিকে এগিয়ে চলেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন তৈরির জন্য সব রাজনৈতিক দলকে এক হতে হবে।’



অতীতে একাধিকবার জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন গিরিরাজ। তিনি হিন্দুদের আরও সন্তান জন্ম দেওয়া উচিত বলে দাবি করেন। তাঁর সেই মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়। তবে নিজের বক্তব্যে অনড় বেগুসরাইয়ের সাংসদ।