নয়াদিল্লি: এক ঝলক দেখলে মনে হবে, কয়েকটি পাখি নিজেদের মধ্যে মারামারি করছে। একটি পাখি অন্যের মাথায় তীক্ষ্ণ ঠোঁট বিঁধিয়ে দিয়েছে , চুঁইয়ে পড়ছে রক্ত। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিও শেয়ার করেছেন। কাসওয়ান তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে বন্যপ্রাণ সংক্রান্ত ভিডিও নিয়মিত শেয়ার করেন। তাঁর এই ভিডিওটিও সবার নজর কেড়ে নিয়েছে। ভিডিওটি আসলে একটি ফ্ল্যামিঙ্গো পাখি পরিবারের। দুটি পূর্ণবয়স্ক ফ্লেমিঙ্গোর সঙ্গে দেখা গিয়েছে তাদের একটি ছানাকে। ভিডিও দেখে মনে হবে, তারা নিজেদের মধ্যে লড়াই করছে। এরফলে একটি ফ্ল্যামিঙ্গোর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তাদের দিকে মুখ তুলে ঠোঁট খুলে রয়েছে একটি ছানা। ভিডিও শেয়ার করে কাসওয়ান জানিয়েছেন, ‘না, ওরা মারামারি করছে না। এটা প্রকৃতির অত্যাশ্চর্য বিষয়। মা-বাবা ফ্লোমিঙ্গো তাদের শাবককে খাওয়াচ্ছে। দুই ফ্লেমিঙ্গো তাদের পৌষ্টিক নালীতে ক্রপ মিল্ক তৈরি করে তা এভাবে তাদের শাবককে মুখে তুলে দিচ্ছে। দেখুন, কীভাবে একসঙ্গে ফ্লোমিঙ্গো জুটি তাদের শাবককে খাওয়াচ্ছে’।