নয়াদিল্লি: ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরতম নিষেধাজ্ঞা জারি করলেও, ভারত, চিন সহ আটটি দেশকে তেহরানের কাছ থেকে তেল আমদানি করার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। আজ এমনই জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও। একইসঙ্গে অবশ্য তিনি এটাও জানিয়েছেন, ৬ মাসের জন্যই ভারত সহ আটটি দেশকে ইরান থেকে তেল আমদানিতে ছাড় দেওয়া হচ্ছে। ইরান থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করা নিয়ে এই দেশগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে।


ইরানের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে মার্কিন বিদেশ সচিব বলেছেন, ‘২০১৫ সালের পরমাণু চুক্তি অনুসারে যে নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়া হয়েছিল, সেগুলি ফের জারি করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে। আমরা ইরানের তেল রফতানি প্রতিদিন অন্তত ১০ লক্ষ ব্যারেল কমিয়ে দিয়েছি। ভবিষ্যতে এটা আরও কমে যাবে। অল্প কয়েকটি দেশ ইরান থেকে তেল আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়ে দিলেও, আমদানি পুরোপুরি বন্ধ করে দিতে তাদের আরও কিছুটা সময় লাগবে। আমরা সেই দেশগুলিকে সময় দিচ্ছি।’