মুম্বই: জোরে গান চালানোর জন্য এক ট্রাক্টরের চালকে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের দুই কনস্টেবলের বিরুদ্ধে। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় এই ঘটনা ঘটেছে বলে এক আধিকারিক জানিয়েছেন।

ওই আধিকারিক বলেছেন, গত রবিবার প্রদীপ কুতে নামে ২৪ বছরের ওই ব্যক্তি ট্রাক্টর চালিয়ে মাধার একটি চিনির কারখানায় যাচ্ছিলেন। মাঝপথে মানেগাঁও পুলিশ চৌকির কাছে তাঁর গাড়ি থামান দুই কনস্টেবল দশরথ কুম্ভর ও দীপত ক্ষীরসাগর। তাঁর প্রদীপতে জোরে গান চালানোর জন্য ধমক দেন এবং পরে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এরফলে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁকে ওই দুই কনস্টেবল স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

মাধা পুলিশ এই ঘটনায় প্রথমে দুর্ঘটনাবশত মৃত্যুর একটি মামলা দায়ের করে। ওসমানাবাদ জেলার ভূম থেকে ঘটনাস্থলে ছুটে আসেন প্রদীপের বাবা-মা সহ আত্মীয়রা। তাঁরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

তাঁরা প্রদীপের দেহ মাধা থানায় নিয়ে এসে প্রতিবাদ জানাতে থাকেন। এরপর পুলিশের পদস্থ আধিকারিকরা হস্তক্ষেপ করেন এবং দুই কনস্টেবলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়।

ওই আধিকারিক বলেছেন, ময়নাতদন্তের রিপোর্টেই প্রদীপের মৃত্যুর কারণ স্পষ্ট হবে।