নয়াদিল্লি: লাদাখ সীমান্তে ভারত-চিনের সামরিকবাহিনীর উত্তেজনার মধ্যেই এবার অনুপ্রবেশের দায়ে ধরা পড়লেন চিনের এক সেনা জওয়ান। প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে চিনের ওই সেনা জওয়ান ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। প্যাংগং লেকের দক্ষিণ দিকে তাঁকে ধরে ফেলে ভারতীয় সেনা। চিনের ওই সেনা জওয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।


ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘৮ জানুয়ারি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডে চিনের এক সেনা জওয়ানকে ধরা হয়েছে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন। সীমান্তে মোতায়েন থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা চিনের সেনাবাহিনীর ওই জওয়ানকে হেফাজতে নিয়েছেন। বিদেশের সেনা জওয়ানকে অনুপ্রবেশের দায়ে আটক করার পর যে প্রক্রিয়া অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়, এক্ষেত্রেও সেই প্রক্রিয়াই মেনে চলা হচ্ছে।’

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘গত বছর চিনের সেনাবাহিনী সীমান্তে জড়ো হয়ে আগ্রাসন শুরু করার পর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখার দু’পারে সেনা জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কীভাবে চিনের ওই সেনা জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করলেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সেনা জওয়ানকে হেফাজতে নেওয়ার খবর চিনকে জানানো হয়েছে। এ বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। আজ বা আগামীকাল চিনের ওই সেনা জওয়ানকে দেশে ফেরত পাঠানো হবে।

এর আগে গত বছরের ২০ অক্টোবরও প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে ভারতীয় ভূখণ্ডে চিনের এক সেনা জওয়ান ধরা পড়েন। তাঁর নাম কর্পোরাল ওয়াং ইয়া লং। লাদাখের দেমচক অঞ্চলের কাছে তিনি ভারতীয় সেনার হাতে ধরা পড়েন। তাঁর কাছ থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়। তাঁর চিকিৎসার ব্যবস্থা করে ভারতীয় সেনা। ধরা পড়ার পরেরদিন কর্পোরাল ওয়াংকে চিনের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

এদিকে, ফের ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের ক্যাম্প ঘিরে বিতর্ক। এতদিন উপগ্রহ চিত্র সামনে এলেও এবার এলএসি-তে চিনা সেনার ক্যাম্পের নতুন ছবি দেখা গিয়েছে। প্যাংগং লেকের দক্ষিণে কৈলাস রেঞ্জের  নীচে ক্যাম্প তৈরি করেছে চিন। ২৯ অগাস্ট ওপরের এলাকা দখলে আনে ভারত। তিব্বত লাগোয়া মলডো গ্যাসরিন, স্প্যাঙ্গুর গ্যাপ ভারতের দখলে রয়েছে। যদিও এই ছবি থেকে স্পষ্ট এখনও এই অঞ্চলে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে চিন।