বালাসোর: সফলভাবে ইন্টারসেপ্টর মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। রবিবার রাতে, ওড়িশার উপকূলবর্তী বালাসোরের কাছে সমুদ্রেপ মাঝে আব্দুল কালাম দ্বীপে এই পরীক্ষা করা হয়।
ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ৮টা ৫ মিনিট নাগাদ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে পৃথ্বী ডিফেন্স ভেহিকল (পিডিভি)-র অন্তর্গত অঙ্গ হিসেবে ওই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এই পরীক্ষার মূল লক্ষ্য হল, এক্সো-অ্যাটমলফেয়ার বা বায়ুমণ্ডলের ওপরস্তরে (ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার ওপরে) শত্রুদেশের কোনও ক্ষেপণাস্ত্র, বিমান বা ড্রোনকে ধ্বংস করা।
ওই সূত্র জানান, প্রথমে একটি পৃথ্বী ক্ষেপণাস্ত্রকে ‘টার্গেট’ বা শত্রুদেশের মিসাইল বানিয়ে উৎক্ষেপণ করা হয়। সঙ্গে সঙ্গে তা ধরা পড়ে যায় ভূমিতে থাকা রেডারে। কমান্ড থেকে সিগনাল পেতেই, ইন্টারসেপ্টর মিসাইল টার্গেটকে ধ্বংস করতে বেরিয়ে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপিত হয়।
কিছুক্ষণের মধ্যেই বায়ুমণ্ডলে টার্গেটকে ধ্বংস করে দেয় ইন্টারসেপ্টর। এর আগে, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে এই ইন্টারসেপ্টরের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল।
সফলভাবে রাতে ইন্টারসেপ্টর মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2018 03:30 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -