নয়াদিল্লি: দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৯৭। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কমই রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৮৩। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৩৪২ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭।
এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১৬৬ জন।একদিনে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন।
গত বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ হাজার ৬৫২। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৬ হাজার ৯৭৭। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৫ হাজার ২৫৪। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৮ হাজার ৬৬০। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪২ হাজার ৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত সারা দেশে ৪২ কোটি ৭৮ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৪২ লক্ষ ৬৭ হাজার টিকার ডোজ দেওয়া হয়েছে। আইসিএমআরের তথ্য অনুয়ায়ী, এখনও পর্যন্ত ৪৫ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ৪৫ কোটি ৪৫ লক্ষ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল পরীক্ষা হয়েছে ১৬.৩১ লক্ষ নমুনা। এরমধ্যে পজিটিভিটি রেট ৩ শতাংশের কম।
দেশে করোনায় মৃত্যু হার ১.৩৪ শতাংশ। রিকভারি রেট ৯৭ শতাংশের বেশি। অ্যাক্টিভ আক্রান্তর হার ১.৩০ শতাংশ। করোনা অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান বিশ্বে সপ্তম। মোট সংক্রমণের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে। আমেরিকা ও ব্রাজিলের পর বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে।