নয়াদিল্লি : উদ্বেগ আরও বাড়ৃাচ্ছে করোনাভাইরাস। ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রত্যেকদিনই রেকর্ড ভাঙছে আক্রান্তর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের কাছাকাছি। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা বাড়ল সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। একদিনে ৫০ শতাংশেরও বেশি বাড়ল মৃতের সংখ্যা। সেইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে।
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ১১০ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৬৯ হাজার ২৪১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৯।
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ১২৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৪৬৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২০২ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৫০ হাজার ৩৫৬ জন।
দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৩ দশমিক ৩৬ শতাংশ।দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ১১০ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৬৯ হাজার ২৪১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৯।
মহারাষ্ট্রে পরিস্থিতি সবচেয়ে খারাপ। গতকাল রাজ্যে আক্রান্তর সংখ্যা ছিল ৪৭,৮২৭। করোনা সংক্রমণ শুরুর পর রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের সংখ্যা ২০২। মুম্বইয়ে দৈনিক আক্রান্তর সংখ্যা গতকাল ছিল ৮,৮৪৪।
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ১২৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৪৬৬।