নয়াদিল্লি: দেশে করোনায় মৃত্যুর সংখ্যা চার লক্ষ পেরোল।  তবে গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬১৭।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১।  এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭।  এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৯ হাজার ৩৮৪। 


দেশে করোনার সংক্রমণের হার কিছুটা কমেছে। টানা চারদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে।


গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৮,৭৮৬। গত একদিনে মৃতের সংখ্যা ছিল ১০০৫।আগের দিনের তুলনায় গতকাল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি ছিল। এর আগে গত সোমবার দৈনিক করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,১৪৮, মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৭,৫৬৬। বুধবার এই সংখ্যা ছিল ৪৫, ৯৫১। 


কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩৪ কোটি ৭৬ হাজার ২৩২ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে করোনা টিকার ১.২৪ কোটি ডোজ রয়েছে। আগামী তিনদিনে আরও ৯৪,৬৬,৪২০ টিকার ডোজ দেওয়া হবে।


ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) আজ জানিয়েছে যে, ১ জুলাই পর্যন্ত ৪১ কোটি ৪২ লক্ষ ৫১ হাজার ৫২০ টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে গতকাল ১৮,৮০,০২৬ নমুনা পরীক্ষা হয়েছে।


বেসরকারি হাসপাতাল চেন ফর্টিস হেল্থকেয়ার ও অ্যাপেলো হাসপাতাল দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে তাদের হাসপাতালগুলিতে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন প্রদানের কাজ শুরু করেছে। ওই হাসপাতাল দুটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা জানিয়েছ।