নয়াদিল্লি: দেশে টানা চতুর্থদিন দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে। করোনা সংক্রমণ কমলেও সংকট এখনও পুরোপুরি কাটেনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮,৭৮৬। গত একদিনে মৃতের সংখ্যা ১০০৫। এর আগে সোমবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,১৪৮. মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৭,৫৬৬। বুধবার এই সংখ্যা ছিল ৪৫, ৯৫১। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬১,৫৮৮। অর্থাৎ গতকাল ১৩,৮০৭ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমেছে। গতকালের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।


দেশের করোনা সংক্রমণের সাম্প্রতিক পরিস্থিতি


দেশে করোনা আক্রান্তর মোট সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮। মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯। 


দেশে এই নিয়ে টানা ৪৯ দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি থাকল। ৩০ জুন পর্যন্ত ৩৩ কোটি ৫৭ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ২৭.৬০ লক্ষ টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত দেশে ৪১ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১৯ লক্ষ। পজিটিভিটি রেট ৩ শতাংশের বেশি।


দেশের কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতি


মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯,৭৭১। একদিনে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৪১। রাজ্যে করোনায় মোট আক্রান্তর সংখ্যা ৬০,৬১,৪০৪।


গুজরাতে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৯০। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৮,২৩,৫২৩। গত ২৪ ঘণ্টায় তিন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০, ০৫৯।


হরিয়ানায় বুধবার নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৮৭। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ৭,৬৮,৬৩৯। করোনা আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।


মধ্যপ্রদেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩। রাজ্যে মোট আক্রান্তর সংখ্যা ৭,৮৯,৮০৪।