নয়াদিল্লি:  দেশে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ কমলেও  উদ্বেগ বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে টানা ২৩ দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। ৬ এপ্রিলের পর দৈনিক আক্রান্তর সংখ্যা এটাই সবচেয়ে কম। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩৮০।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৮২ জনের।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮। 


এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৯।একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন।


করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যার গ্রাফ নিম্নমুখী হলেও মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। দেশে করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ। সেইসঙ্গে সুস্থ হয়ে ওঠার হার ৯৩ শতাংশের বেশি। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যাও ৬ শতাংশের নিচে নেমে এসেছে।


সাপ্তাহিক পজিটিভিটির হার বর্তমানে ৬.৮৯ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার কমে হয়েছে ৫.৭৮ শতাংশ। পরপর ১২ দিন এই হার ১০ শতাংশর কম রয়েছে।স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, দেশে সুস্থতার হার ক্রমশ বাড়ছে। এদিন এই হার ৯৩.৯৩ শতাংশ।


দেশে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। এখনও পর্যন্ত ৩৬.১ কোটি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে দেশব্যাপী টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ২২.৭৮ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।


মহারাষ্ট্রেও দৈনিক আক্রান্তর সংখ্যা কমছে। কিন্তু দৈনিক মৃতের সংখ্যা ১,৩৭৭। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে শুক্রবার স্বাস্থ্যবিভাগের এক আধিকারিক জানিয়েছেন। বৃহস্পতিবার রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ৫৫৩। এরপর দিন মৃতের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে।


মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১৪,১৫২। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১৫,২২৯। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ৫৮,০৫,৫৬৫।