বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে এবার ত্রাণ বিলি নিয়েও শুরু হল চাপানউতোর। রাজ্য সরকারের দুয়ারে ত্রাণের পাল্টা শুভেন্দু অধিকারীর অনুগামীরা সেবা কর্ম কর্মসূচি শুরু করলেন। বিজেপির দাবি, এবারও ত্রাণ বিলিতে দুর্নীতি হবে। ত্রাণ নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল।
একদিকে দুয়ারে ত্রাণ, পাল্টা এবার সেবা কর্ম। নন্দীগ্রামে ভোটপর্ব থেকে শুরু হওয়া তৃণমূল-বিজেপি সংঘাত এবার ত্রাণ বিলি কেন্দ্র করে পৌঁছল উচ্চগ্রামে। শুক্রবার থেকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে শুরু হয় দুয়ারে ত্রাণ কর্মসূচি। এদিন থেকেই আবার নন্দীগ্রামের ক্ষতিগ্রস্ত ২১৫টি বুথ এলাকায় ত্রাণ বিলির জন্য, সেবা কর্ম নামের নতুন কর্মসূচি শুরু করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর অনুগামীরা।
দুয়ারে ত্রাণের এক আবেদনকারী বলেছেন, 'আমার বাড়ি, পুকুরের ক্ষতি হয়েছে, দুয়ারে ত্রাণ কর্মসূচিতে কাগজ দিলাম, সরকারি প্রকল্পে আস্থা আছে। নন্দীগ্রামের আর এক বাসিন্দা বলেছেন, 'গরিবদের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক, সারা জীবন যেন এভাবে পাশে থাকেন। '
এদিকে, ত্রাণ বিলি নিয়েও একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব। নন্দীগ্রাম (১)-র তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বদেশ দাস বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুয়ারে ত্রাণের ব্যবস্থা হচ্ছে, সব শ্রেণির মানুষ ত্রাণ পাবেন, শুভেন্দুবাবু বিধায়ক থাকাকালীন ধোঁকা দিয়েছেন, উনি প্রমাণ করতে চাইছেন এক শ্রেণির বিধায়ক।' পাল্টা নন্দীগ্রাম (১)-র বিজেপি-র মণ্ডল সম্পাদক শঙ্কর ধাড়া বলেছেন, 'দুর্নীতি এবারও হবে, এটাও ফেল করবে, তৃণমূলের মুষ্টিমেয় নেতা পাবে, সাধারণ মানুষ ত্রাণ পাবে না, প্রত্যেক বুথে দলমত নির্বিশেষ দান বিতরণ করছি।'
যদিও, জেলা প্রশাসনের দাবি, স্বচ্ছতার সঙ্গেই চলছে রাজ্য সরকারের দুয়ারে ত্রাণ প্রকল্প। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) আশিস সাহা বলেছেন, 'প্রতি ব্যক্তির থেকে একটি দরখাস্ত নেওয়া হচ্ছে, অনলাইনে তুলে দেওয়া হচ্ছে, স্লিপ দেওয়া হচ্ছে ব্যক্তির হাতে, তদন্ত করার পর পয়লা জুলাই থেকে পেমেন্ট করব।'
তবে নন্দীগ্রামবাসী রাজনৈতিক তরজা নয়, চাইছে ত্রাণ।