নয়াদিল্লি: শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতের ২০২০-২০২৫ এর মধ্যে ভারতে ইথানলের সংমিশ্রণ নিয়ে সংক্রান্ত পথ নির্দেশিকা নিয়ে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টও তিনি প্রকাশ করবেন।


পিএমও জানিয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে সরকার ই-২০ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। এই বিজ্ঞপ্তিতে তেল কোম্পানিগুলিকে ইথানল-মিশ্রিত পেট্রোল বিক্রয়ের নির্দেশ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে ২০২৩-এর ১ এপ্রিল থেকে ২০ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করতে বলা হবে।


এরফলে আরও বেশি ইথানল পাতনের সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং সারা দেশে মিশ্রিত জ্বালানি তৈরির সময়সীমা দেওয়া যাবে বলে পিএমও জানিয়েছে। পিএমও আরও বলেছে, ইথানল প্রস্তুতকারী রাজ্যগুলি ও সংলগ্ন এলাকাগুলিতে ২০২৫-এর আগে ইথানলের ব্যবহার বৃদ্ধিতেও ওই বিজ্ঞপ্তি সহায়ক হবে।  


প্রধানমন্ত্রী মোদি পুনের তিনটি স্থানে ই ১০০ বিতরণ স্টেশনের একটি পাইলট প্রোজেক্টের সূচনা করবেন। ইথানল মিশ্রিত পেট্রোল ও কম্প্রেসড বায়োগ্যাস কর্মসূচীর ক্ষেত্রে কৃষকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পর্কে জানতে তাঁদের সঙ্গে কথা বলবেন।


এ বছর এই ইভেন্টের থিম সুস্থ পরিবেশের জন্য জৈব জ্বালানির ব্যবহারের প্রসার।


উল্লেখ্য,  জাতীয় জৈব জ্বালানি নীতি  (এনবিপি), ২০১৮ অনুযায়ী, সরকার ইথানল মিশ্রিত পেট্রোল, ইবিপি'র প্রচার শুরু করেছে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে প্রধান জ্বালানি হিসেবে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের একটা পরিকল্পনা রূপায়ন হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। সরকার আখ এবং খাদ্যশস্য থেকে ইথানল তৈরির জন্য অনুমোদন দিয়েছে।


প্রকৃতির গুরুত্ব বোঝাতে ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। মূলত, প্রকৃতিকে সম্মান জানাতে এই নির্দিষ্ট দিনকেই বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। বিশ্বে সবুজায়ন ও প্রকৃতির গুরুত্ব বোঝাতেই এই দিনটিকে পালন করা হয়। ১৯৭২ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবসের ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। সেটা ছিল মানব পরিবেশ নিয়ে আলোচনার স্টকহোম সম্মেলনের প্রথম দিন। মাত্র দু-বছরের মধ্যেই শুরু হয়ে যায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের পালা। ১৯৭৪ সালে ঘটা করে এই পরিবশে দিবস পালন শুরু হয়। প্রথমবার আমেরিকায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। যার থিম রাখা হয় 'অনলি ওয়ান আর্থ'। স্থির হয়, প্রতি বছর পরিবেশ দিবস পালন করবে বিভিন্ন আয়োজক দেশ। সেই অনুযায়ী শুরু হয় পথা চলা।