নয়াদিল্লি: আজ থেকে শুরু হয়েছে ‘আনলক থ্রি’। দেশের বিভিন্ন রাজ্যে অবশ্য এখনও জারি রয়েছে লকডাউন। কিন্তু যা-ই হোক না কেন, ভারতে করোনা সংক্রমণের হার কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হল। একদিনে করোনা আক্রান্ত হলেন ৫৭ হাজারেরও বেশি মানুষ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ হয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। এই নিয়ে দেশে করোনায় মোট ৩৬,৫১১ জনের মৃত্যু হল।



আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭, ১১৭ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৬,৫৬৯ জন। ভারতে মোট করোনা আক্রান্ত ১৬,৯৫,৯৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০,৯৪,৩৭৪ জন। এখন চিকিৎসা চলছে ৫,৬৫,১০৩ জনের। দেশে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তির হার সবচেয়ে বেশি এই দুই রাজ্যেই।

চলতি সপ্তাহেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে যায়। এর তিনদিনের মধ্যেই শুক্রবার আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষে পৌঁছে যায়। এরপর আজ আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। এর মধ্যে একটাই আশার আলো, সুস্থতার হার ৬৪.৫ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে করোনা পরীক্ষা হয়েছে ১,৯৩,৫৮,৬৫৯ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভারতে করোনায় মৃত্যুর হার কমছে। এখন মৃত্যুর হার ২.১৮ শতাংশ।