নয়াদিল্লি: সুশান্তের মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশ। কেন? কীভাবে? এই প্রশ্নের উত্তর নিয়ে এখনও সন্তুষ্ট নন সুশান্ত অনুরাগীরা। ফিল্ম-দুনিয়ার একটা বড় অংশ সুশান্তের 'আত্মহত্যা'র জন্য দায়ী করেন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলে আসা স্বজনপোষণের ধারাকে। প্রাথমিক ভাবে সুশান্তের পরিবার এই বিতর্কে মুখ না খুললেও, ২৮ জুলাই বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ ধারায় অভিযোগ করেন সুশান্তের বাবা কে কে সিংহ। এরপর থেকেই সুশান্ত মৃত্যু তদন্ত প্রতি মুহূর্তে নতুন নতুন মোড় নিচ্ছে। তদন্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
ইনস্টাগ্রামে সুশান্তের দিদি ভাইকে নিয়ে নানা স্মৃতি ভাগ করে নিচ্ছিলেন এতদিন। এবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে গিয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করলেন ও ট্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর অনুরোধ, প্রধানমন্ত্রী নিজে যেন এই ঘটনাটির দিকে বিশেষ নজর দেন।




শ্বেতা লেখেন, ''কেন জানি না, আমার মনে হচ্ছে আপনি সত্যের সঙ্গে ও পক্ষে থাকবেন। আমরা খুবই সাধারণ পরিবারের মানুষ। আমার ভাই সুশান্ত যখন বলিউডে কেরিয়ার শুরু করে, তখন ওর কোনও গডফাদার ছিল না। আর আমাদের এখনও নেই। আপনি দয়া করে নজর রাখুন, এই ঘটনার তদন্তে যেন স্বচ্ছতা বজায় থাকে। কোনও প্রমাণ যেন নষ্ট না করা হয়। সঠিক বিচার হোক। ''
ট্যুইটারে শ্বেতা আরও লেখেন, ''আমি সুশান্ত সিংহ রাজপুতের দিদি। আমি অনুরোধ করব, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। দেশের আইনি প্রক্রিয়ার উপর আমার ভরসা আছে। সঠিক বিচার আশা করি।''
এর আগে শ্বেতা সুশান্তের একটি হোয়াইড বোর্ডের ছবি প্রকাশ্যে আনেন। যেখানে অভিনেতার ভবিষ্যৎ পরিকল্পনার কথা লেখা ছিল। তাঁর ইচ্ছে ছিল, ২৯ জুন থেকে নতুন করে ওয়ার্কআউট, ধ্যান, ভাল ছবি দেখা শুরু করবেন। কিন্তু তাঁর আগেই ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে মেলে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ।