নয়াদিল্লি: সাত কংগ্রেস এমপিকে সাসপেন্ড করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। দিল্লির সাম্প্রতিক হিংসা, দেশে করোনাভাইরাস আতঙ্ক নিয়ে সংসদে শোরগোল চলছে কয়েকদিন ধরে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। গতকাল ঠিক হয়, হোলির পরই উত্তরপূর্ব দিল্লির নজিরবিহীন অশান্তি, হিংসায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি নিয়ে সংসদে আলোচনা হবে। তার মধ্যেই বৃহস্পতিবার অভব্য আচরণের দায়ে কংগ্রেসি সাংসদদের বিরুদ্ধে এই পদক্ষেপ করলেন স্পিকার। সাসপেনসনের আওতায় পড়েছেন গৌরব গগৈ, রভনীত সিংহ বিট্টু, ইবে হিন্ডন, রামিয়ার মতো সাংসদরা। অভিযোগ, আজ সভায় কাগজপত্র ছিড়ে স্পিকারের দিকে ছুঁড়ে মারেন তাঁরা। চলতি অধিবেশনের পুরো মেয়াদ সাসপেনশন বহাল থাকবে বলে জানা গিয়েছে।


স্পিকারের টেবিল থেকে কাগজপত্র কেড়ে নিয়ে সভার নিয়মকানুনের প্রতি চরম অশ্রদ্ধা দেখিয়েছেন তাঁরা, এমনটাই অভিযোগ। এদিন মুলতুবি হওয়ার পর ফের বেলা তিনটেয় সভা বসলে সভায় পৌরহিত্য করছিলেন মীনাক্ষি লেখি। তিনিই গৌরব গগৈ, টি এন প্রতাপন, ডিন কুরিয়াকোস, মনিকা ট্যাগোর, রাজমোহন উন্নিথম, বেনি বেহানন, গুরজিত সিংহ উজলার নাম করেন। সংসদের নিয়ম হল, চেয়ার পদে বসা সভা পরিচালনাকারী একবার কোনও সদস্যের নাম করলে তিনি সেদিনের মতো সভায় থাকতে পারেন না। সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী বাজেট অধিবেশনের বাকি মেয়াদ ওই কংগ্রেস সাংসদদের সাসপেন্ড করার প্রস্তাব দেন। বিরোধীদের বাধা, আপত্তির মধ্যেই ধ্বনিভোটে তা পাশ হয়। লেখি ওই এমপিদের সভাকক্ষ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

বিস্তারিত জানতে লগ ইন করুন এখানে https://bengali.abplive.com/