ভারত মুসলিমদের কাছে স্বর্গ, ‘ইসলামভীতি’-র অভিযোগ খারিজ করে দাবি মুখতার আব্বাস নকভির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2020 02:05 PM (IST)
সম্প্রতি কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি ভারতে ‘ইসলামভীতি’ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে।
NEXT
PREV
নয়াদিল্লি: আরব দেশগুলি ভারতে ‘ইসলামভীতি’ তৈরি হয়েছে বলে যে অভিযোগ করেছে, সেটি খারিজ করে দিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি আজ বলেছেন, ‘আমরা আমাদের কাজ ভালভাবেই করছি। প্রধানমন্ত্রী যখনই কোনও কথা বলেন, তিনি সবসময় ১৩০ কোটি ভারতীয়র অধিকার ও কল্যাণের কথা বলেন। যদি কেউ এটা দেখতে না পায়, তাহলে সেটা তার সমস্যা। ভারতের মুসলিম, সংখ্যালঘু, সব অংশের মানুষের উন্নতি হচ্ছে। যারা এই উন্নয়নের পরিবেশ নষ্ট করে দিতে চাইছে, তারা ভারতীয় মুসলিমদের বন্ধু হতে পারে না।’
সম্প্রতি কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি ভারতে ‘ইসলামভীতি’ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে। ভারতে সংখ্যালঘু মুসলিমদের অধিকার রক্ষার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলি। আজ এরই জবাব দিলেন নকভি। তিনি জানিয়েছেন, ভারতে ‘ধর্মনিরপেক্ষতা ও সংহতি রাজনৈতিক ফ্যাশন’ নয়, বরং এটি ভারত ও ভারতীয়দের ‘যথার্থ আবেগ’।
নয়াদিল্লি: আরব দেশগুলি ভারতে ‘ইসলামভীতি’ তৈরি হয়েছে বলে যে অভিযোগ করেছে, সেটি খারিজ করে দিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি আজ বলেছেন, ‘আমরা আমাদের কাজ ভালভাবেই করছি। প্রধানমন্ত্রী যখনই কোনও কথা বলেন, তিনি সবসময় ১৩০ কোটি ভারতীয়র অধিকার ও কল্যাণের কথা বলেন। যদি কেউ এটা দেখতে না পায়, তাহলে সেটা তার সমস্যা। ভারতের মুসলিম, সংখ্যালঘু, সব অংশের মানুষের উন্নতি হচ্ছে। যারা এই উন্নয়নের পরিবেশ নষ্ট করে দিতে চাইছে, তারা ভারতীয় মুসলিমদের বন্ধু হতে পারে না।’
সম্প্রতি কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি ভারতে ‘ইসলামভীতি’ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে। ভারতে সংখ্যালঘু মুসলিমদের অধিকার রক্ষার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলি। আজ এরই জবাব দিলেন নকভি। তিনি জানিয়েছেন, ভারতে ‘ধর্মনিরপেক্ষতা ও সংহতি রাজনৈতিক ফ্যাশন’ নয়, বরং এটি ভারত ও ভারতীয়দের ‘যথার্থ আবেগ’।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -