নয়াদিল্লি: বিশ্বব্যাঙ্ক প্রকাশিত ‘ব্যবসার অনুকূল পরিবেশ’ সংক্রান্ত র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি হল ভারতের। আজ প্রকাশিত হওয়া এই তালিকায় ৭৭ নম্বরে ভারত। গত বছর ভারত ছিল ১০০ নম্বরে। সবচেয়ে বেশি আর্থিক উন্নতি হয়েছে, এমন ১০টি দেশের মধ্যে আছে। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার ফলে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ার সম্ভাবনা উজ্জ্বল।


নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত চার বছরে ‘ব্যবসার অনুকূল পরিবেশ’ সংক্রান্ত র‌্যাঙ্কিংয়ে ভারত ৬৫ ধাপ উন্নতি করেছে। এর মধ্যে গত দু’বছরে ৫৩ ধাপ উন্নতি হয়েছে। গত বছর ভারতের ৩০ ধাপ উন্নতি হয়।

সারা বিশ্বের ১৯০টি দেশের মধ্যে এই তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। এরপর আছে যথাক্রমে সিঙ্গাপুর, ডেনমার্ক ও হংকং। মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ও চিন ৪৬ নম্বরে। পাকিস্তানের র‌্যাঙ্কিং ১৩৬।