গুয়াহাটি ও কলকাতা: অসমে বাংলা গান গাওয়ায় সঙ্গীতশিল্পী শানকে লক্ষ্য করে কাগজের বল ছোড়ার অভিযোগ। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া প্রকাশের পর থেকেই উত্তপ্ত অসম। সেখানেই সঙ্গীতশিল্পী শানের ওপর হামলার অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে, বিজেপি শাসিত অসমের রাজধানী গুয়াহাটিতে! গতকাল গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে একটি কনসার্টে গান গাইছিলেন শান। অভিযোগ, একটি বাংলা গান গাওয়া শুরু করতেই আচমকা দর্শকাসন থেকে শানকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর! সঙ্গে উড়ে আসে কাগজের বল। দর্শকদের একাংশের এই আচরণে হকচকিয়ে যান গায়ক। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকেই তিনি বলেন, একজন শিল্পীর সঙ্গে এরকম করা উচিত নয়। এটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলাও উচিত নয়। সরাসরি অসমের এই ঘটনার উল্লেখ না করেও মঙ্গলবার কোচবিহারের সভা থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অসমে বাঙালি খেদাও, গুজরাতে বিহারি খেদাও, এই করছে বিজেপি। কেউ না থাকলেও এদের বাংলা আশ্রয় দেবে।
বাংলা গান গাওয়ায় অসমে লাইভ কনসার্টে সঙ্গীতশিল্পী শানকে লক্ষ্য করে পাথর, কাগজের বল ছোঁড়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2018 09:19 PM (IST)