গুয়াহাটি ও কলকাতা: অসমে বাংলা গান গাওয়ায় সঙ্গীতশিল্পী শানকে লক্ষ্য করে কাগজের বল ছোড়ার অভিযোগ। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।
জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া প্রকাশের পর থেকেই উত্তপ্ত অসম। সেখানেই সঙ্গীতশিল্পী শানের ওপর হামলার অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে, বিজেপি শাসিত অসমের রাজধানী গুয়াহাটিতে!
গতকাল গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে একটি কনসার্টে গান গাইছিলেন শান। অভিযোগ, একটি বাংলা গান গাওয়া শুরু করতেই আচমকা দর্শকাসন থেকে শানকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর! সঙ্গে উড়ে আসে কাগজের বল।
দর্শকদের একাংশের এই আচরণে হকচকিয়ে যান গায়ক। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকেই তিনি বলেন, একজন শিল্পীর সঙ্গে এরকম করা উচিত নয়। এটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলাও উচিত নয়।
সরাসরি অসমের এই ঘটনার উল্লেখ না করেও মঙ্গলবার কোচবিহারের সভা থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অসমে বাঙালি খেদাও, গুজরাতে বিহারি খেদাও, এই করছে বিজেপি। কেউ না থাকলেও এদের বাংলা আশ্রয় দেবে।
অসমের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়েছে বহু বাঙালির নাম। এই ইস্যুকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগে সরব হন তৃণমূলনেত্রী। বলেন, আমাদের ভাষা এক, হৃদয় এক। মারামারি করে, রক্তারক্তি করে, ভাগাভাগি করে রাজনীতি হয় না।
পাল্টা সুর চড়িয়েছে বিজেপি-ও। দলের বেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন, মমতাকে বাংলায় ঠাঁই দিতে হবে না। বাড়িতে দিক। বাংলা পৈতৃক সম্পত্তি নয়। বিজেপি আগেই জানিয়েছে, বাংলায় তারা ক্ষমতায় এলে, এখানেও জাতীয় নাগরিক পঞ্জী কার্যকর করা হবে।