নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। বর্তমান পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে দৈনিক প্রায় চার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। যদিও সংক্রমণের হার গত সপ্তাহের তুলনায় কিছুটা কম হয়েছে। এরইমধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণের হার ফের বেড়ে গিয়েছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে। উত্তরপ্রদেশে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। 
করোনা আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে ভারতের স্থান বিশ্বে এখনও দ্বিতীয়। আমেরিকার পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের সংখ্যার নিরিখে ভারত তৃতীয়। এরই মধ্যে স্বস্তির খবর যে, ভারতে সুস্থতার হার বেশ ভালো। এখনও পর্যন্ত ভারতে প্রায় ১.৯৭ কোটি করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। আমেরিকার পর ভারতেই এই সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু উদ্বেগের ব্যাপার হল, সারা বিশ্বে দৈনিক নতুন আক্রান্তর মধ্যে প্রায় ৫০ শতাংশ ভারতে। 


ভারতের পাঁচ রাজ্য়, যেখানে করোনার প্রকোপ সবচেয়ে বেশি



দেশে মোট আক্রান্তর ৫৪ শতাংশ অ্যাক্টিভ আক্রান্ত মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, উত্তরপ্রদেশ ও রাজস্থানে। ১১ মে  অ্যাক্টিভ আক্রান্ত সবচেয়ে বেশি ছিল মহারাষ্ট্রে। ওই দিন এই সংখ্যা ছিল ৫,৯৩,৩৪৭। এরপর রয়েছে কর্ণাটক (৫,৮৭,৪৭২), কেরল (৪,২৪,৩০৯), উত্তরপ্রদেশ (২,১৬,০৫৭) ও রাজস্থান (২,০৫,৭৩০)। 
মহারাষ্ট্র-বুধবার নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৬,৭৮১, মৃতের সংখ্যা ৮১৬। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২,২৬,৭১০। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮,০০৭। এর আগে মঙ্গলবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৪০,৯৫৬। মৃতের সংখ্যা ছিল ৭৯৩। রাজ্যে গতকাল সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৫৮,৮০৫। সবমিলিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৪৬,০০,১৯৬। 
কর্ণাটক -করোনা আক্রান্ত হয়ে বুধবার ৫১৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৩৬৮। নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৯,৯৯৮।  রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৫৩,১৯১। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫,৯২,১৮২জন। এরইমধ্যে বুধবার সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৪,৭৫২। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত সেরে উঠেছেন ১৪,৪০,৬২১ আক্রান্ত। 
কেরল- বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল সবচেয়ে বেশি ৪৩,৫২৯। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৮০,৮৭৯। ৯৫ জন আক্রান্তর মৃত্যুর ফলে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৬,০৫৩। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৬০০ জন। সবমিলিয়ে রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫,৭১,৭৩৮। 
উত্তরপ্রদেশ-গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে ৩২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮,১২৫। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৩৭২। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫,৬৩,২৩৮। সুস্থ হয়ে উঠেছেন ১৩,৪০,২৫১ জন। 
রাজস্থান- গতকাল এই রাজ্যে নতুন করে আক্রান্তর সংখ্যা ১৬,৩৮৪। মৃতের সংখ্যা ১৬৪। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৬,১৫৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২,৮৪০ জন।