নয়াদিল্লি: এবার মোদির প্রশংসায় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। সম্প্রতি সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণির উন্নতির জন্য প্রধানমন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানিয়ে মোদিকে একটি চিঠি লিখেছেন তাঁরা। তাঁদের সম্প্রদায়ের সার্বিক উন্নতির জন্য প্রধানমন্ত্রীকে ‘দ্রুত ব্যবস্থা’ নিতে অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে। বিশেষত, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে নজর দেওয়ার কথা লিখেছেন তাঁরা।
চিঠিতে লেখা হয়েছে, ‘দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর মানুষকে মূল স্রোতে না আনলে, তাঁদের ক্ষমতার পূর্ণ ব্যবহার না করলে, দেশপ্রেমিকদের মহান স্বপ্ন সফল হবে না-এটা আমাদের বিশ্বাস।’
সংখ্যালঘুদের সার্বিক উন্নতির জন্য মোদি সরকারের পাশে থাকার ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা।

এই চিঠিতে সই করেছেন মেসকো গ্রুপের চেয়ারম্যান ফকরুদ্দিন মহম্মদ, জামাত-উলেমা-ই-হিন্দের নিয়াজ ফারুকি, দিল্লি মাইনরিটি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান কামাল ফারুকি প্রমুখ।

সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি বলেন, সংখ্যালঘুদের মন থেকে ভয় দূর করতে হবে। মোদি বলেন, ‘যেভাবে গরীবদের ঠকানো হয়েছে, সেভাবেই সংখ্যালঘুদের প্রতারিত করা হয়েছে। যদি তাঁদের শিক্ষা, স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দেওয়া হত, তাহলে ভাল হত। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য কেউ কেউ তাঁদের ভয়ে ভয়ে বাঁচতে বাধ্য করেছে। আমাদের তাঁদের বিশ্বাস অর্জন করতে হবে।’
মোদির এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে তাঁরা লিখেছেন, ‘আপনি সংখ্যালঘুদের সংস্যাগুলো একেবারে সঠিকভাবে চিহ্নিত করেছেন। বিষেষত, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন আপনি দেখেছেন, তা বাস্তবায়িত করার জন্য সংখ্যালঘুদের স্বাস্থ্য ও শিক্ষা, এই দুই ক্ষেত্রে নজর দেওয়া বিশেষ দরকার। ’