জয়পুর: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রাজস্থানের যোধপুর কেন্দ্রে তাঁর ছেলে বৈভবের হারের জন্য উপমুখ্যমন্ত্রী সচিন পায়লটকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রাজস্থানে কংগ্রেসের ফল নিয়ে ময়নাতদন্ত হওয়া উচিত। পায়লট সাহেবও বলেছিলেন, যোধপুরে আমাদের ৬ জন বিধায়ক থাকায় বড় ব্যবধানে জিতব। আমাদের প্রচার ভাল হয়েছিল। আমার মনে হয়, অন্তত যোধপুর আসনে হারের জন্য সচিন পায়লটের দায় নেওয়া উচিত।’
এবারই প্রথম প্রার্থী হন বৈভব। তাঁকে তিন লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। গহলৌত বুঝিয়ে দিয়েছেন, ছেলে হেরে যাওয়ায় তিনি অসন্তুষ্ট। তাঁকে প্রশ্ন করা হয়, যোধপুরের প্রার্থী হিসেবে বৈভবের নাম কি সচিনই প্রস্তাব করেছিলেন? রাজস্থানের মুখ্যমন্ত্রীর জবাব, ‘তিনি যদি এই কথা বলেন তাহলে ভাল। তাহলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটা খারিজ হয়ে যাবে।’
এবারের লোকসভা নির্বাচনে রাজস্থানে ২৫টি আসনেই জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই ফলের জন্য গহলৌতের তীব্র সমালোচনা করেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির মতে, দলের চেয়ে ছেলেকে বেশি গুরুত্ব দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। যদিও গহলৌতের পাল্টা দাবি, তিনি যোধপুরে ১৪টি জনসভা করলেও, গোটা রাজস্থানে ১০৪টি জনসভা করেন।
যোধপুরে আমার ছেলের হারের দায় নেওয়া উচিত সচিন পায়লটের, দাবি অশোক গহলৌতের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jun 2019 07:01 PM (IST)
এবারই প্রথম প্রার্থী হন বৈভব। তাঁকে তিন লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -