কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘আজকের দিনটি ভারতীয় গণতন্ত্রের পক্ষে মহান। তিন তালাক নিষিদ্ধ করার জন্য আইন আনার প্রতিশ্রুতি পূরণ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছি। এর ফলে মুসলিম মহিলারা এই প্রথার অভিশাপ থেকে মুক্তি পাবেন। যে দলগুলি এই ঐতিহাসিক বিল সমর্থন করেছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যাঁরা মহিলাদের ক্ষমতায়নের পক্ষে কথা বলেন, তাঁরাই লোকসভা ও রাজ্যসভায় তিন তালাক বিলের বিরোধিতা করেছেন। এই বিল মহিলাদের মর্যাদার প্রতীক। কংগ্রেস ও তাদের জোটসঙ্গী, এসপি, বিএসপি-র মুখোশ খুলে গিয়েছে।’
আজ রাজ্যসভায় তিন তালাক বিলের পক্ষে ভোট দেন ৯৯ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়ে ৮৪টি। রাজ্যসভায় কম সদস্য থাকা সত্ত্বেও জেডিইউ, এআইএডিএমকে সাংসদদের ওয়াকআউট এবং এসপি, বিএসপি, টিআরএস ও ওয়াইএসআর-কংগ্রেসের কয়েকজন সাংসদের অনুপস্থিতির ফলে বিল পাশ করাতে সরকারের কোনও অসুবিধা হয়নি।