ইন্দোর: কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গাঁধী। তাঁর উত্তরসূরী নিয়ে দলের অন্দরে জোর আলোচনা চলছে। অন্যদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরের ২২ বছরের এক তরুণ সমস্যায় পড়েছেন তাঁর নাম নিয়ে। ২২ বছরের ওই তরুণেরও নাম রাহুল গাঁধী। এই বিখ্যাত নামের জন্য প্রতি পদে ঠোক্কর খেতে হচ্ছে তাঁকে । তিনি যে আদৌ ‘ভুয়ো’ ব্যক্তি নন, দৈনন্দিন জীবনে অন্যদের বোঝাতে গিয়ে নাজেহাল হয়ে উঠছেন ওই তরুণ। আর এজন্য এই বিখ্যাত নাম থেকে ‘মুক্তি’র খোঁজ করছেন তিনি।
ইন্দোরের অখণ্দ নগরের বাসিন্দা রাহুল বলেছেন, ‘আমার পরিচয়পত্র বলতে রয়েছে শুধু আধার কার্ড। মোবাইলের সিম কিনতে বা অন্য কোনও কাজে এই নথি জমা দিলে লোকজন আমাকে ওই নামের জন্যই ভুয়ো ব্যক্তি বলে মনে করেন..আর আমাকে সন্দেহের চোখে দেখেন। ফোনে অজানা ব্যক্তিদের নিজের নাম বলে পরিচয় দিতে চাইলে অনেকেই জানতে চান, ইন্দোরে রাহুল গাঁধী কী করে থাকতে এলেন! এমন মন্তব্য করেই তাঁরা ফোন কেটে দেন। তাঁরা আমাকে ভুয়ো কলার বলে মনে করেন’।
তাঁর পদবী গাঁধী কীভাবে হল, সে কথাও জানিয়েছেন রাহুল। তিনি জানিয়েছেন, তাঁর প্রয়াত বাবা রাজেশ মালব্য বিএসএফে জামাকাপড় কাচাকাচির কাজ করতে। বাহিনীর আধিকারিকরা তাঁকে ‘গাঁধী’ বলে ডাকতেন।
রাহুল বলেছেন, ধীরে ধীরে তাঁর বাবার গাঁধী পদবির সঙ্গে একাত্মতা গড়ে ওঠে এবং ওই পদবী গ্রহণ করেন। স্কুলে ভর্তির সময় রাহুল মালব্যর পরিবর্তে রাহুল গাঁধী নাম রাখা হয়।
পঞ্চম শ্রেণীর পর আর পড়াশোনা করেননি রাহুল। রাজনীতি নিয়েও তিনি মাথা ঘামান না। কিন্তু পদবী নিয়েই ঝামেলায় পড়েছেন এই জামাকাপড়ের ব্যবসায়ী। রাহুল বলেছেন, আইনি উপায়ে তিনি তাঁর পদবী বদলের কথা ভাবছেন।
নাম নিয়ে নাজেহাল! 'গাঁধী' পদবি বাদ দিতে চান ইন্দোরের রাহুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jul 2019 06:28 PM (IST)
কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গাঁধী। দলের সাংগঠনিক বিষয় নিয়ে এখন মাথা ঘামাতে হচ্ছে তাঁকে। অন্যদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরের ২২ বছরের এক তরুণ সমস্যায় পড়েছেন তাঁর নাম নিয়ে। ২২ বছরের ওই তরুণেরও নাম রাহুল গাঁধী। এই বিখ্যাত নামের জন্য প্রতি পদে ঠোক্কর খেতে হচ্ছে তাঁকে
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -