নয়াদিল্লি: এক পড়ুয়ার বাবার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। এ জন্য নয়ডার একটি বেসরকারি স্কুলে মঙ্গলবার পরীক্ষা স্থগিত রাখা হল। সাতসকালেই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের কাছে 'অনিবার্য কারণ বশত' পরীক্ষা স্থগিত রাখার বার্তা পৌঁছে দেওয়া হয়। বন্ধ রাখা হল স্কুল। তবে বোর্ডের পরীক্ষা চলবে।
নয়ডার প্রধান মেডিক্যাল আধিকারিকের নেতৃত্বাধীন স্বাস্থ্য বিভাগের একটি দল পৌনে বারোটা নাগাদ স্কুলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। জেলা শাসক বিএন সিংহ এ কথা জানিয়েছেন।
অন্যদিকে, যে পড়ুয়ার বাবার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তিনি সম্প্রতি ইতালি থেকে ফেরেন। দিল্লির বাসিন্দা ওই ব্যক্তির পরিবারের কয়েকজন সদস্যকে পরীক্ষার জন্য সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। ভাইরাসের লক্ষ্মণ ধরা পড়ার পর তাঁদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। পরিবারের অন্যান্য সদস্যদের তাঁদের বাড়িতেই পৃথকভাবে থাকতে বলা হয়েছে।
ওই ব্যক্তির হয়ে কর্মরত অ্যাকাউন্ট্যান্টদের মধ্যে ময়ুর বিহারের বাসিন্দা এক ব্যক্তি ও তাঁর পরিবারের কয়েকজনকে পরীক্ষার জন্য সফদরজঙ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও ওই ব্যক্তির সংস্পর্শে কারা এসেছিলেন, সে ব্যাপারে খোঁজখবর চলছে।
গৌতম বুদ্ধ নগরের প্রধান মেডিক্যাল আধিকারিক অনুরাগ ভার্গব জানিয়েছেন, কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তির ছেলের বেশ কয়েকজন সহপাঠী একটি পার্টিতে ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। পরিচ্ছন্ন করার জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তিকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতালি, চিন বা ইরান থেকে কেউ এলে সঙ্গে সঙ্গে তা প্রধান মেডিক্যাল আধিকারিককে জানাতে আগ্রার হোটেল ও পর্যটন কেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারুর করোনাভাইরাস সংক্রমণ রয়েছে কিনা, তা জানতেই এই নির্দেশ বলে এক আধিকারিক জানিয়েছেন। আগ্রার মুখ্য মেডিক্যাল আধিকারিক ড. মুকেশ ভাট জানিয়েছেন, খবর পেলেই কোভিড-১৯-এর লক্ষ্মণ পরীক্ষা করে দেখতে চিকিত্সকদের একটি দল পাঠানো হবে।