নয়াদিল্লি: ভারত, রাশিয়ার মধ্যে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ডিলের ব্যাপারে চুক্তি সই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর। ১৯-তম রুশ-ভারত বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে দুই রাষ্ট্রনেতার সামনেই স্বাক্ষরিত হয় বহু প্রত্যাশিত চুক্তি। ভারত এই দূরপাল্লার মিসাইল সিস্টেম সংগ্রহ করতে চায় আকাশ পথে প্রতিরক্ষা, সুরক্ষা মজবুত করার জন্য, বিশেষত চিনের সঙ্গে প্রায় ৪০০০ কিমি দীর্ঘ সীমান্ত বরাবর এলাকায়।
তবে আজ চুক্তিটি হওয়ার ফলে আমেরিকার রুষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। রাশিয়া থেকে অস্ত্রশস্ত্র ক্রয়ের ব্যাপারে বিধিনিষেধের মাধ্যমে মার্কিন কংগ্রেস চালু করা আমেরিকার শত্রুদের মোকাবিলা আইনে মার্কিন নিষেধাজ্ঞা জারি হতে পারে এবার। আমেরিকা তার মিত্র দেশগুলিকে রাশিয়ার সঙ্গে লেনদেন বাতিল করতে বলেছে। তাদের হুঁশিয়ারি, রুশদের সঙ্গে যে দেশ উল্লেখযোগ্য ব্যবসায়িক লেনদেন করছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভারত যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনতে চায়, তাকে ‘ফোকাস এরিয়া’ করবে তারা। যদিও মার্কিন আইনপ্রণেতারা প্রেসিডেন্টের তরফে ছাড়ের ইঙ্গিতও দিয়েছেন।
এস-৪০০ রাশিয়ার সবচেয়ে উন্নত ভূপৃষ্ঠ থেকে বায়ু দূরপাল্লার মিসাইল ডিফেন্স সিস্টেম বলে পরিচিত। চিন প্রথম বিদেশি রাষ্ট্র যারা ২০১৪ –য় রাশিয়ার সঙ্গে সরকারি স্তরে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র সিস্টেম পাওয়ার চুক্তি করে। রাশিয়া ইতিমধ্যে তার সরবরাহও শুরু করে দিয়েছে, যদিও সংখ্যাটা জানা যায়নি।



এদিন আটটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু দেশের। তার মধ্যে আছে ভারতের মহাকাশে মানুষ পাঠানোর গঙ্গায়ন প্রকল্প। পরমাণু শক্তি, রেল, মহাকাশ নিয়েও চুক্তি হয়েছে। মোদী বলেন, প্রেসিডন্ট পুতিনের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক কৌশলগত পার্টনারশিপে নতুন মাত্রা যোগ হয়েছে। সন্ত্রাসবাদ দমন লড়াইয়ে ভারত, রাশিয়া সহযোগিতায় দায়বদ্ধ বলে জানান পুতিন। বলেন, সন্ত্রাসবাদ, মাদক পাচারের বিপদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতেও দু দেশ একমত। মোদী রাশিয়ার সঙ্গে সম্পর্ক প্রসারিত করার লক্ষ্যে ভারতে তাদের একটি ডেডিকেটেড ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার প্রস্তাব দিয়েছেন। মোদী বলেন, ২০১৭-১৮য় দু দেশের বাণিজ্য ২০ শতাংশ বেড়েছে।
নাম না করে পাকিস্তানকেও বার্তা দেন তাঁরা। সীমান্ত পার সন্ত্রাসবাদ, জঙ্গিদের নিরাপদ ঠাঁই দেওয়ার নিন্দা করে বলেছে, কোনও দ্বিচারিতা চলবে না, আন্তর্জাতিক সন্ত্রাস রুখতে নির্ণায়ক পদক্ষেপ করতে হবে। ভারতের বরাবরের মিত্র বলে চিহ্নিত রাশিয়া ইদানীং পাকিস্তানের দিকে ঝুঁকেছে বলে যে ধারণা তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতেই যৌথ বিবৃতিতে মোদী, পুতিন কথার পর দু দেশ সন্ত্রাসবাদী নেটওয়ার্ক, তাদের টাকাপয়সার উত্স, অস্ত্র ও জঙ্গিদের রসদ সরবরাহের চ্যানেল নির্মূল করতে, সন্ত্রাসবাদী দর্শন, প্রচার রুখতে নিজেদের প্রয়াসকে একই খাতে বইয়ে দিতে সম্মত হয়েছে।