উড়ানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাইল্যান্ডের নাগরিকের, বারাণসী বিমানবন্দরে জরুরি অবতরণ
Web Desk, ABP Ananda | 05 Oct 2018 06:27 PM (IST)
ফাইল ছবি
বারাণসী: নয়াদিল্লিগামী একটি উড়ানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাইল্যান্ডের এক নাগরিকের। তাঁর নাম আতাবত থঙ্গকাসর্ন (৫৩)। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপরেই ওই তাই নাগরিককে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থার উড়ানটি আজ সকাল ৭.৪০ মিনিটে ব্যাঙ্কক থেকে যাত্রা শুরু করে। বিমানটিতে তাইল্যান্ডের ২২ জন পর্যটক সহ ১৮৯ জন যাত্রী ছিলেন। মৃত ব্যক্তির সঙ্গে তাঁর পরিবারের লোকজন ছিলেন। তাইল্যান্ডের দূতাবাসকে খবর দেওয়া হয়েছে।