দেখুন: চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে গেলেন তরুণী, সহযাত্রীদের তৎপরতায় প্রাণরক্ষা, মামলা দায়ের আরপিএফের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2018 04:41 PM (IST)
মুম্বই : অল্পের জন্য প্রাণ রক্ষা পেল মুম্বইয়ের লোকাল ট্রেনের এক তরুণী যাত্রীর। মুম্বইয়ের একটি লোকাল ট্রেন থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন তিনি। পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। লোকাল ট্রেনে একেবারে দরজার ধারে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। সেই সময় আচমকাই ভারসাম্য হারান । নিচে পড়ে যাচ্ছিলেন তিনি। ওই অবস্থায় সহ সহযাত্রীরা তত্পরতার সঙ্গে তাঁর পোশাক ধরে তাঁকে ট্রেনের ভেতরে তুলে আনেন। ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে। দরজার সামনে বিপজ্জনকভাবে দাঁড়ানোর জন্য অনেক সোশাল মিডিয়া ব্যবহারকারী ওই তরুণীর সমালোচনায় মুখর হয়েছেন। অনেকেই বলেছেন, এই ভিডিওটি আসলে যারা এভাবে ট্রেনে যাত্রা করে তাদের প্রতি একটা সতর্কবার্তা। ট্রেনের কামরায় লেখা থাকে, ফুটবোর্ডে দাঁড়াবেন না। কিন্তু ওই সতর্কবাণী উপেক্ষা করেই অনেকেই এভাবে বেপরোয়াভাবে যাত্রা করেন। ওই ভাইরাল ভিডিও-র ভিত্তিতে আরপিএফ ওই তরুণীর বিরুদ্ধে লোকাল ট্রেনের কামরার ফুটবোর্ডে দাঁড়ানোর জন্য রেলওয়ে আইনের ১৫৬ ধারায় মামলা দায়ের করেছে।